এক্সপ্লোর
Advertisement
এবিপি নিউজ-লোকনীতি সিএসডিএস সমীক্ষা: উত্তর ভারতে এনডিএ-র ভোটের হার বাড়লেও কমতে পারে আসন সংখ্যা
নয়াদিল্লি: আগামী ২৬ তারিখ কেন্দ্রে তিন বছর পূর্ণ করছে মোদী সরকার। এই তিন বছরে কেমন কাজ করেছে কেন্দ্রীয় প্রশাসন? দেশবাসীই বা কী ভাবছেন?
সম্প্রতি, একটি সমীক্ষা চালায় এবিপি নিউজ ও লোকনীতি-সিএসডিএস। সেই অনুযায়ী, দেশে যদি এখনই সাধারণ নির্বাচন হয়, তাহলে উত্তর ভারতে রাজনৈতিক চিত্র কেমন হবে তার একটা ইঙ্গিত মিলেছে।
উত্তর ভারতে কোন দল কটা আসন পাবে:
সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়াণা এবং দিল্লিতে মোদী সরকারের লোকসান হতে পারে। উত্তর ভারতের মোট ১৫১টি আসনের মধ্যে সমীক্ষা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ১১৬টি, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১৫টি এবং অন্যান্যরা পেতে পারে ২০টি আসন।
শতাংশের বিচারে উত্তর ভারতে দলগুলির ভোটর হার:
এবিপি নিউজ ও লোকনীতি-সিএসডিএস সমীক্ষা অনুযায়ী, এখনই নির্বাচন হলে এনডিএ পেতে পারে ৫০ শতাংশ, ইউপিএ পেতে পারে ১৮ শতাংশ এবং অন্যান্যরা পেতে পারে ৩২ শতাংশ ভোট। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোটের হার ৬ শতাংশ বাড়লেও, প্রায় ১৫ আসন কমে যেতে পারে বলে উঠে এসেছে সমীক্ষায়।
সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর পারফরম্যান্স কেমন?
- পুরোপুরি সন্তুষ্ট বলেছে ২৩ শতাংশ।
- আংশিক সন্তুষ্ট বলেছে ৪৬ শতাংশ।
- আংশিক অসন্তুষ্ট বলছে ৯ শতাংশ।
- পুরোপুরি অসন্তুষ্ট বলেছে ১৫ শতাংশ।
- প্রতিক্রিয়া দিতে চায়নি ৭ শতাংশ।
- এনডিএ সরকারের কাজকর্মে ১৭ শতাংশ সম্পূর্ণ সন্তুষ্ট।
- আংশিক সন্তুষ্ট ৪৭ শতাংশ।
- আংশিক অসন্তুষ্ট ১২ শতাংশ।
- পুরোপুরি অসন্তুষ্ট ১৫ শতংশ।
- ৯ শতাংশ কিছু বলতে চায়নি।
- কালো টাকার সমস্যা সমাধানে মোদি সরকার ভাল কাজ করেছে এমনটা মত ৫৩ শতাংশের।
- ৩০ শতাংশের মতে, এ বিষয়ে মোদি সরকারের পারফৰম্যান্স খারাপ।
- ৬ শতাংশের মতে মাঝারি।
- ১১ শতাংশ প্রতিক্রিয়া দিতে চায়নি।
- ৪৩ শতাংশের মতে দুর্নীতি দমনে মোদি সরকার ভাল কাজ করেছে।
- ৩৫ শতাংশের মতে পারফরম্যান্স খারাপ।
- ৭ শতাংশের মতে মাঝারি।
- প্রতিক্রিয়া দিতে চায়নি ১৫ শতাংশ।
- সমীক্ষার ফল অনুযায়ী ৬৩ শতাংশ মনে করে মোদি সরকারের আমলে আচ্ছে দিন এসেছে।
- ২৭ শতাংশ মনে করে মোদি সরকার আচ্ছে দিন আনতে ব্যর্থ।
- ১০ শতাংশ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement