এক্সপ্লোর
Advertisement
ক্রুশবিদ্ধ হননি! বেঁচে রয়েছেন ভারতীয় যাজক টমাস উজুন্নাল্লিল !
নয়াদিল্লি: ক্রুশবিদ্ধ করা হয়নি ভারতীয় যাজক টমাস উজুন্নাল্লিলকে। শীঘ্রই তাঁকে মুক্ত করা হবে। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এমনটাই জানানো হয়েছে একটি ক্যাথলিক গ্রুপের পক্ষ থেকে।
গত ৪ মার্চ দক্ষিণ ইয়েমেনের আডেনে মিশনারিজ অব চ্যরিটির এক বৃদ্ধাবাসে জঙ্গি হামলা চালায় আইএস জঙ্গিরা। তখনই ৫৬ বছরের এই যাজককে অপহরণ করেছিল তারা। হামলায় মৃত্যু হয় ১৫ জনের। ওই হামলার পর পরই ইন্টারনেটে ওই যাজককে নিয়ে শুরু হয় কানাঘুষো। আইএসের শরিক দক্ষিণ আফ্রিকার একটি জঙ্গিগোষ্ঠীর ফেসবুক পোস্টে প্রথম জানায়, গুড ফ্রাইডের দিন ক্রুশবিদ্ধ করা হবে ভারতীয় যাজককে। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে দ্যা ক্যাথলিক বিশপ'স কনফারেন্স অফ ইন্ডিয়া(সিবিসিআই) জানিয়েছে, সুস্থই রয়েছেন ধর্মগুরু। শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, তাঁকে সুস্থভাবে ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার।
সিবিসিআই-এর ডেপুটি সেক্রেটারি ফাদার জোশেফ চিন্নাইয়ান জানিয়েছেন, সুষমা জানিয়েছেন, ফাদার টমকে দেশে ফেরানোর ব্যাপারে কথাবার্তা চলছে। শীঘ্রই তাঁকে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন সুষমা।
প্রসঙ্গত, মিশনারিজ অব চ্যরিটির যাজক ফাদার টমাসকে ক্রুশবিদ্ধ করার খবর ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। কিন্তু সেটাও কোনও সূত্রে নিশ্চিত করা যায়নি।
অস্ট্রিয়ার ইস্টার সমাবেশে ভিয়েনার আর্চবিশপ ঘোষণা করেন, গুড ফ্রাইডের দিনটিকে বেছে নিয়ে নির্মম ভাবে টমাস উজুন্নাল্লিল নামে ওই যাজককে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে পশ্চিম এশিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। আর্চবিশপকে উদ্ধৃত করে পশ্চিমের বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে।
কিন্তু এপ্রসঙ্গে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, ফাদার টম উজুন্নাল্লিল নামে কেরলের নাগরিককে অপহরণ করেছে একটি জঙ্গিগোষ্ঠী। আমরা তাঁকে ছাড়ানোর সব চেষ্টা চালাচ্ছি। তখন ভারত সরকার এই তথ্যের সত্যতা স্বীকার করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement