এক্সপ্লোর
এবার ১০ টাকার নয়া নোট আনতে চলেছে আরবিআই

নয়াদিল্লি: ক্ষমতায় আসার পর আর্থিক ব্যাপারে একের পর এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। নোট বাতিলের সিদ্ধান্ত থেকে শুরু করে নতুন নোট চালু করার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৬-র ৮ নভেম্বর পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। এরপর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। সেখানেই শেষ নয়, ২০০ টাকার নতুন নোটও চালু করা হয়েছে। বাজারে এসেছে নতুন ৫০ টাকার নোটও। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন ১০ টাকার নোট আনতে চলেছে বলে খবর। এই নয়া নোটের রঙ হবে চকোলেট ব্রাউন। এতে থাকবে কোণার্কের সূর্যমন্দিরের ছবি। ২০০৫-এ শেষবার ১০ টাকার নোটে পরিবর্তন ঘটানো হয়েছিল। জানা গেছে, নতুন ১০ টাকার নোটের নকশায় সরকারি অনুমোদন পাওয়ার পর ১০ লক্ষ নয়া নোট ছাপা হয়ে গিয়েছে। যদিও রিজার্ভ ব্যাঙ্কের কোনও আধিকারিক এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। নরেন্দ্র মোদী সরকার নগদহীন লেনদেনে উত্সাহিত করছে এবং ছোট নোটের মাধ্যমে জাল নোটের চলন রোখারও চেষ্টা করছে। সরকারের এই প্রয়াসের সঙ্গে সঙ্গতি রেখেই রিজার্ভ ব্যাঙ্কও নতুন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















