এক্সপ্লোর
Advertisement
বাবুলকে 'চুনোপুঁটি' বলে কটাক্ষ শত্রুঘ্নর
নরসিংহপুর: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র আক্রমণকে কোনও গুরুত্ব দিলেন না দলের বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা। বললেন, 'বাবুল তো চুনোপুঁটি মাত্র'।
দলে থেকেও মাঝেমধ্যেই দলের সমালোচনা করার পরিবর্তে প্রবীণ বলিউড অভিনেতা তথা পটনা সাহিবের সাংসদ শত্রুঘ্নর বিজেপিতে 'তিন তালাক' দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন বাবুল।
বিজেপির মধ্যে অন্যতম বিদ্রোহী শত্রুঘ্ন। সম্প্রতি অটল বিহারী বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা যশবন্ত সিনহার উদ্যোগে গড়ে ওঠা রাষ্ট্রমঞ্চকে সমর্থন জানিয়েছেন শত্রুঘ্ন। রাজস্থানে তিনটি আসনের উপনির্বাচনে বিজেপির হারের পর দলের শীর্ষ নেতৃত্বকে বিঁধেছিলেন শত্রুঘ্ন। তিনি বলেছিলেন, রাজস্থান বিজেপিকে 'তিন তালাক' দিয়েছে।
এর জবাবে বাবুল বলেছিলেন, মাঝেমধ্যে দলের সমালোচনা করার চাইতে শত্রুঘ্নর বিজেপিকে 'তিন তালাক' দেওয়া উচিত।
এই মন্তব্যের প্রতিক্রিয়া শত্রুঘ্ন বলেছেন, তিনি বাবুলকে চেনেনই না। বিক্ষুব্ধ বিজেপি সাংসদ আরও বলেন, মাত্র কয়েক বছর আগে রাজনীতিতে এসেছেন বাবুল। সম্ভবত এই প্রথম ও শেষবারের জন্য সাংসদ হয়েছেন তিনি।। শত্রুঘ্নর প্রশ্ন, 'এখন কি আমাকে বাবুলের কাছ থেকে শিখতে হবে? এটা আমার সৌভাগ্য না, দুর্ভাগ্য?'
শত্রুঘ্ন আরও বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে সিনেমা ও রাজনীতিতে রয়েছেন। তখন সম্ভবত জন্মও হয়নি বাবুলের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement