এক্সপ্লোর
মারাঠাওয়াড়ার বাঁধগুলিতে মাত্র ২ শতাংশ জল অবশিষ্ট, গোটা মহারাষ্ট্রে ১৫ শতাংশ

মুম্বই: খরাবিধ্বস্ত মারাঠাওয়াড়ার বাঁধগুলিতে পড়ে রয়েছে আর মাত্র ২ শতাংশ জল। গোটা মহারাষ্ট্রের হিসেব ধরলে বাঁধগুলিতে অবশিষ্ট জলের পরিমাণ মাত্র ১৫ শতাংশ। আজ মহারাষ্ট্র মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য পেশ করা হয়েছে। মহারাষ্ট্রের খরা পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তা এই তথ্য থেকেই স্পষ্ট। গত পাঁচ বছরের মধ্যে চার বছরই খরার কবলে পড়েছে মারাঠাওয়াড়া। তবে গত কয়েক বছরের চেয়ে এবারের পরিস্থিতি আরও খারাপ। গত বছরও পরিস্থিতির এতটা অবনতি হয়নি। গত বছর এই সময় মারাঠাওয়াড়ার বাঁধগুলিতে ১০ শতাংশ জল ছিল। গোটা রাজ্যে ছিল ২৫ শতাংশ জল। কিন্তু এবার তা অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। খরার ফলে হাজার হাজার গ্রামবাসী, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামগুলিতে ট্রেন এবং ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। বিড়, লাতুর, ওসমানাবাদ, আহমেদনগর জেলাগুলিতে প্রায় ৪০০ শিবির খুলে পশুখাদ্য বিলি করা হচ্ছে। তবে জলের অভাব দূর না হওয়া পর্যন্ত সঙ্কট কাটছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















