এক্সপ্লোর
Advertisement
গবাদি নির্দেশিকা নিয়ে পরামর্শ বিবেচনা করবে কেন্দ্র, জানালেন পরিবেশ মন্ত্রী
নয়াদিল্লি: গবাদি পশু জবাই করা নিয়ে নির্দেশিকার বিষয়টির সঙ্গে সম্মানের কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে বিভিন্ন মহল থেকে আসা পরামর্শ শুনতে রাজি কেন্দ্রীয় সরকার। আজ এমনই জানালেন পরিবেশ মন্ত্রী হর্ষবর্ধন। আগামীকালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘যে পরামর্শগুলি এসেছে, সেগুলি বিবেচনা করা হবে। সরকার এটিকে সম্মানের বিষয় হিসেবে দেখছে না।’
জবাই করার জন্য গবাদি পশু বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই দেশজোড়া বিতর্ক চলছে। কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ, গোমাংস উৎসব হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন। মাদ্রাজ হাইকোর্ট গবাদি নির্দেশিকার উপর চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করেছে।
এই পরিস্থিতিতে আজ হর্ষবর্ধন বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে নমনীয় হচ্ছে। তিনি বলেছেন, প্রাণীদের উপর যাতে নৃশংস অত্যাচার না করা হয়, সেটা বন্ধ করার লক্ষ্যেই নয়া নির্দেশিকা জারি করেছে সরকার। কারও খাদ্যাভ্যাসকে প্রভাবিত করা বা ব্যবসার ক্ষতি করা সরকারের লক্ষ্য নয়। পরিবেশ মন্ত্রকের কাছে বিভিন্ন মহল থেকে যে পরামর্শ এসেছে, সেগুলি বিবেচনা করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement