এক্সপ্লোর
Advertisement
দক্ষিণ সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন সঙ্কটমোচন’
নয়াদিল্লি: দক্ষিণ সুদানের রাজধানী জুবায় আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে বিদেশ মন্ত্রক শুরু করল ‘অপারেশন সঙ্কটমোচন’। কর্মসূত্রে দক্ষিণ সুদানে আছেন অন্তত ৬০০ ভারতীয়, বিদ্রোহীদের সঙ্গে সরকারি সৈন্যদের লড়াইয়ের জেরে সে দেশে আটকে পড়েছেন তাঁরা। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহ পরিচালনা করছেন গোটা অপারেশন। তাঁর সঙ্গে রয়েছেন বিদেশ মন্ত্রকের আমলা অমর সিনহা, সতবীর সিংহ ও অঞ্জানি কুমার। বৃহস্পতিবার থেকে বায়ুসেনার দুটি সি সেভেনটিন হেলিকপ্টার ভারতীয়দের সুদান থেকে উদ্ধার করে আনছে।
We are launching OP #SankatMochan to evacuate Indian nationals from South Sudan. My colleague @Gen_VKSingh is leading this operation./1
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 13, 2016
সুদানে রওনা হওয়ার আগে জেনারেল ভি কে সিংহ জানিয়েছেন, আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে উদ্ধারের চেষ্টা করবেন তাঁরা।
Time to leave.Thanku all 4the messages & good wishes. We will do our best 2bring back every Indian.Op #SankatMochan pic.twitter.com/sinaTqBwCC
— Vijay Kumar Singh (@Gen_VKSingh) July 13, 2016
ভারতীয় নাগরিকরাই শুধু এভাবে কপ্টারে করে ভারতে আসার সুযোগ পাবেন, তবে ৫ কেজির বেশি জিনিসপত্র সঙ্গে থাকা চলবে না। শিশু ও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। দিল্লি পর্যন্ত তাঁদের পৌঁছে দেবে কপ্টার, সেখান থেকে তাঁরা রওনা দেবেন নিজের নিজের গন্তব্যে।
দক্ষিণ সুদানে যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। সেনা- বিদ্রোহী লড়াইয়ে সেখানে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ সুদানে বাস করা ৬০০ ভারতীয়র মধ্যে ৪৫০-র মত রয়েছেন রাজধানী জুবায়। বাকি ১৫০-র কাছাকাছি মানুষ ছড়িয়ে রয়েছেন অন্যত্র। এখনও পর্যন্ত ৩০০-র মত ভারতীয় সুদান ছাড়ার জন্য ভারতীয় দূতাবাসে নাম নথিবদ্ধ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement