নোট বাতিল নিয়ে মোদীকেও ডাকতে পারে পিএসি
নয়াদিল্লি: নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ডেকে পাঠাতে পারে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলকে দশ দফা প্রশ্ন পাঠিয়ে নোট বাতিলের ব্যাপারে তাঁর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের শীর্ষ কর্তাদের ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস নেতা কে ভি টমাসের নেতৃত্বাধীন ওই কমিটি। তাঁদের জবাবে সন্তুষ্ট হতে না পারলে প্রধানমন্ত্রীকে ডাকা হতে পারে।
২০ জানুয়ারি নোট বাতিলের ব্যাপারেই পিএসি-র একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে থাকার কথা আরবিআই গভর্নর, কেন্দ্রীয় অর্থসচিব অশোক লাভাসা, অর্থবিষয়ক সচিব শক্তিকান্ত দাশের। পিএসি চেয়ারম্যান টমাস আজ বলেছেন, আমরা এখনও ওঁদের পাঠানো প্রশ্নগুলির জবাব পাইনি। ২০ জানুয়ারির বৈঠকের আগেই হয়ত পাঠিয়ে দেবেন ওঁরা। ওঁদের বক্তব্য বিস্তারিত খতিয়ে দেখা হবে। কিন্তু তা সন্তোষজনক মনে না হলে কি প্রধানমন্ত্রীকে তলব করা হবে, জানতে চাওয়া হলে টমাস বলেন, বিষয়টির সঙ্গে যুক্ত যে কাউকেই ডেকে পাঠানোর অধিকার কমিটির আছে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত ঠিক হবে ২০ জানুয়ারির বৈঠকের ফলাফলের ওপর। সদস্যরা একমত হলে প্রধানমন্ত্রীকে ডাকা হতে পারে।
৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একবার কথা হয় বলে জানান টমাস। বলেন, উনি আমায় বলেছিলেন, ৫০ দিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু তা হয়েছে বলে মনে হয় না। তাই পিএসি নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত শীর্ষ অফিসারদের ডেকে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নিজের ইগো চরিতার্থ করতে দেশকে বিপথে চালিত করছেন, নিজের ভুল সিদ্ধান্তগুলিকে ঠিক বলে চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করে টমাস বলেন, ২০০০ টাকার নোট চালু করে নিজের অপদার্থতার পরিচয় দিয়েছেন উনি।
টমাসের কথায়, ভারতের মতো দেশে, যেখানে কল ড্রপ সমস্যা রয়েছে, টেলিকমের সুযোগসুবিধা ঠিকমতো মেলে না, সেখানে কী করে প্রধানমন্ত্রী মোবাইলে ই-লেনদেন হবে বলে আশা করেন? সেই পরিকাঠামো কি আমাদের আছে?