এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
২ কোটি টাকার তামাক, পান-মশলা সহ ইন্দৌরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক
২ কোটি টাকার বেআইনি পান-মশলা,নগদ টাকা সমেত ইন্দৌর থেকে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ ভারতের কয়েক'টি রাজ্যে পান-মশলা চোরাচালানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
![২ কোটি টাকার তামাক, পান-মশলা সহ ইন্দৌরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক Pak man arrested in Bhopal with pan masala, tobacco worth Rs 2.25 crore, Rs 66 lakh cash ২ কোটি টাকার তামাক, পান-মশলা সহ ইন্দৌরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/20030838/Arrested.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফাইল ছবি
ভোপাল: ২ কোটি টাকার বেআইনি পান-মশলা,নগদ টাকা সমেত ইন্দৌর থেকে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র-সহ ভারতের কয়েক'টি রাজ্যে পান-মশলা চোরাচালানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
করোনা পরিস্থিতিতে দেশজুড়ে বন্ধ তামাক ও সমস্ত রকম পান-মশলার বিক্রি। এই পরিস্থিতিতেই ২ কোটির কিছু বেশি টাকার তামাক ও পান-মশলা সমেত গ্রেফতার করা হয়েছে ৩৩ বছর বয়সি পাক নাগরিককে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৬.৪৭ লাখ টাকা।
ইন্দৌরের ডিরেক্টর জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইনটেলিজেন্সের আধিকারিকর জানান, দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে রয়েছে ওই পাকিস্তানি। দু-দিন ধরে তার পাঁচটি গুদাম ছাড়াও বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তখনই বেআইনি ভাবে মজুত করে রাখা কয়েক কোটি টাকার বেআইনি পান-মশলা ও তামাকের সন্ধান মেলে। সেগুলি বাজেয়াপ্ত করার পরেই ইন্দৌরে গ্রেফতার করা হয় প্রতিবেশী দেশের ওই নাগরিককে ।
গুদামগুলিতে তল্লাশির সময় ২.২৫ কোটি টাকার পানমশালা ও তামাক বাজেয়াপ্ত হয়েছে। এ ছাড়া, নগদ আরও ৬৬.৪৭ লক্ষ টাকা মিলেছে। জেরায় অভিযুক্ত জানায়, বেআইনি পানমশালা, তামাক বিক্রি করেই সে ওই সাড়ে ৬৬ লক্ষ টাকা জমিয়েছিল।
২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০-র মে পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকার পানমশালা বিক্রি করেছে সে। সূত্রের খবর, বুধবারই ওই পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে পাকিস্তানের পাসপোর্টও পাওয়া গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)