Bangladesh News: বিদ্বেষের বাংলাদেশ, চট্টগ্রামে একের পর এক মন্দিরে হামলা
Bangladesh Update: নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আক্রোশ । চট্টগ্রামের চৌধুরীহাট-ফতেয়াবাদ এলাকায় ৩টি মন্দিরে লুঠপাট । লুঠ প্রণামীর বাক্স ও বিগ্রহের গয়না । চট্টগ্রামের শ্রী শ্রী জগদ্বন্ধু আশ্রম, শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্য়নারায়ণ মন্দিরে লুঠপাট । খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে । প্রতিবেদনে উল্লেখ, দুষ্কৃতীরা ইসামতী মা মগধেশ্বরী মন্দির ও একটি বাড়িও ভাঙচুরের চেষ্টা।
বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা:
কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।