এক্সপ্লোর
Advertisement
সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা ভারতীয় সেনার ওয়েবসাইটে পাক সাইবার-হানা
নয়াদিল্লি: জঙ্গি অনুপ্রবেশের পর সার্জিক্যাল স্ট্রাইকের ‘পাল্টা’ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে সাইবার হানা দিচ্ছে পাকিস্তান সেনা।
খবরে প্রকাশ, ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিকদের ইমেল অ্যাকাউন্টে ভুয়ো বার্তা পাঠাচ্ছে পাক সেনা। ওই বার্তার শীর্ষক হচ্ছে – ‘অ্যাকচুয়াল স্টোরি অফ সার্জিক্যাল স্ট্রাইক ডান বাই ইন্ডিয়ান আর্মি ইন পিওকে’ (পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের আসল ঘটনা)।
জানা গিয়েছে, সেনা গোয়েন্দা দফতরের একটি সরকারি ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে এই বার্তা পাঠাচ্ছে পাক সেনা। যাতে সকলে এটা মনে করেন যে, এই বার্তা ভারতীয় সেনার তরফে এসেছে, এবং এর গ্রহণযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না।
সেনা সূত্রে খবর, বাহিনীর বহু কর্মী সেনা সদরে অভিযোগ করেছেন যে, গত ১০ দিন ধরে তাঁরা এধরনের ই-মেল পাচ্ছেন। এরপরই, বাহিনীর তরফে সকল কর্মীকে এই মর্মে সতর্ক করা হয়েছে। সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বার্তা দেখে অনেকেই হয়ত মনে করবেন যে বার্তাটি সত্যিকারে সেনার তরফে পাঠানো হয়েছে।
ইমেল-কে ট্রেস করে সেনার সাইবার বিশেষজ্ঞরা জেনেছেন যে সেটি জার্মানির একটি সার্ভার থেকে পাঠানো। বিশেষজ্ঞরা নিশ্চিত, ভুয়ো আইপি অ্যাড্রেস ব্যবহার করেই এই বার্তা পাঠিয়েছে হ্যাকাররা।
সেনার সাইবার শাখার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ইমেল-এর সঙ্গে একটি ভাইরাসও পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে কর্মীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে সেনা সদর দফতর। সেখানে বলা হয়েছে, এই ইমেল-এর মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটার থেকে সংবেদনশীল ও গোপন তথ্য বের করাটাই আসল উদ্দেশ্য হ্যাকারদের।
তবে, এই প্রথম নয়। গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর কম্যান্ডোরা সেখানকার জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করার পর থেকেই বারংবার এদেশের বিভিন্ন সামরিক সহ সরকারি প্রতিষ্ঠানে হানা দিয়েছে পাক হ্যাকাররা।
কেন্দ্রীয় সূত্রের মতে, গত ১০ দিনে হায়দরাবাদের অন্ততপক্ষে ৫০টি তথ্যপ্রযুক্তি সংস্থা এই হানার শিকার হয়েছে। গত ৩ অক্টোবর, জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি)-র ওয়েবসাইট হ্যাক করে সেখানে সার্জিক্যাল স্ট্রাইককে কটাক্ষ করে বিভিন্ন বার্তা পোস্ট করে আসে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement