এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
পাকিস্তানি শিল্পীরা সন্ত্রাসবাদী নন, বললেন সলমন, সমর্থন সার্জিক্যাল স্ট্রাইকেও
![পাকিস্তানি শিল্পীরা সন্ত্রাসবাদী নন, বললেন সলমন, সমর্থন সার্জিক্যাল স্ট্রাইকেও Pakistani Artistes Not Terrorists Salman Khan পাকিস্তানি শিল্পীরা সন্ত্রাসবাদী নন, বললেন সলমন, সমর্থন সার্জিক্যাল স্ট্রাইকেও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/30210521/salman-khan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উরি হামলার প্রেক্ষাপটে বলিউড ইন্ডাস্ট্রিতে পাকিস্তানে কলাকুশলীদের নিষিদ্ধ করার যে প্রস্তাব নিয়েছে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, তার বিরোধিতা শোনা গেল সলমন খানের মুখে। সিনেমার ‘বজরঙ্গী ভাইজান’ পাকিস্তানি তারকাদের ‘সন্ত্রাসবাদী’ ছাপ্পা মেরে দেওয়া উচিত নয় বলে অভিমত জানিয়েছেন। সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসার পর পাক শিল্পীদের বলিউডে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন। সলমনের কিন্তু মত, শিল্প ও সংস্কৃতির সঙ্গে সন্ত্রাসবাদকে মিলিয়ে দেওয়া ঠিক নয়।
সলমনকে পাক শিল্পীদের নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানের কলাকুশলীরা শিল্পীই, সন্ত্রাসবাদী নন। সন্ত্রাসবাদ আর শিল্প দুটো পৃথক ব্যাপার। ওঁরা বৈধ ভিসা নিয়ে ভারতে আসেন, সরকার ওঁদের ওয়ার্ক পারমিট দিচ্ছে।
পাশাপাশি ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকও সমর্থন করেছেন সলমন কেননা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেই অভিযান চালানো হয়েছে। সলমনের কথায়, শান্তি থাকাটাই কাম্য, আদর্শ। কিন্তু যা হয়েছে, সেটা আগের ঘটনার পাল্টা। কাজটা ঠিকই হয়েছে। কেননা ওরা সন্ত্রাসবাদী ছিল। তবুও আজকের দিন ও সময়ে আমি মনে করি, শান্তি ও সম্প্রীতির আবহাওয়ায় বেঁচে থাকাই সবার পক্ষে, বিশেষত সাধারণ মানুষের পক্ষে মঙ্গলের।
গত সপ্তাহেই উরির সন্ত্রাসবাদী হানার পর রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফর সহ বলিউডের ছবিতে কাজ করা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভারত ছাড়তে বলে হুমকি দেয়, কথা না শুনলে তাঁদের ছবির শ্যুটিং বানচাল করে দেওয়া হবে, তাঁরাও ‘ঘাড়ধাক্কা’ খাবেন। ঘটনাচক্রে সলমনের ব্যানারে একটি ছবিতেই আছেন ফাওয়াদ।
পাকিস্তানি দুই গায়ক সাফাকত আমানত আলি, আতিফ আসলামের বেঙ্গালুরু, গুড়গাঁওয়ের কনসার্টও উরির ঘটনার প্রেক্ষাপটে বাতিল হয়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
হুগলি
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)