এক্সপ্লোর
Advertisement
পানামার পর প্যারাডাইস পেপার, সচিন পাইলট, কার্তি চিদম্বরম, অমিতাভ বচ্চন- কর ফাঁকি দেওয়া ৭১৪ ভারতীয়র নাম ফাঁস
নয়াদিল্লি: পানামা পেপারের ১ বছর পূর্তি হতে না হতেই প্রকাশ্যে এল আর এক কেলেঙ্কারি। প্যারাডাইস পেপার নামে নতুন যে নথির পাঁজা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, গোটা বিশ্বের অসংখ্য ধনী ব্যক্তি কর ফাঁকি দিতে বিদেশে গোপনে সম্পত্তি কিনেছেন, বাদ পড়েননি ব্রিটেনের রানি, মার্কিন বাণিজ্য সচিব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জামাতারও নাম রয়েছে এতে। রয়েছে ৭১৪ জন ভারতীয়র নাম।
প্যারাডাইস পেপার পাওয়া গিয়েছে অ্যাপলবাই নামে এক বিদেশি সংস্থার কাছ থেকে। তাতে দেখা যাচ্ছে, শুধু ধনীরা নন, বহু কর্পোরেট সংস্থাও কর ফাঁকি দিতে একই পন্থা নিয়েছে। ১৮০টি দেশের তথ্য এখানে রয়েছে, ভারত রয়েছে ১৯ নম্বরে। রয়েছে কার্তি চিদম্বরম, নীরা রাডিয়া, বিজয় মাল্যের নাম। এছাড়াও আছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসেরই সচিন পাইলট। রয়েছে যশবন্ত সিনহার ছেলে, মোদী সরকারের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা, ফর্টিস-এসকর্টিস চেয়ারম্যান ডক্টর অশোক শেঠ, অভিনেতা অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের নাম।
গুরুত্বপূর্ণভাবে, নন্দনলাল খেমকা প্রতিষ্ঠিত দ্য সান গ্রুপ সংস্থা অ্যাপলবাইয়ের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক খদ্দের, যাদের ১১৮টি আলাদা আলাদা বিদেশি কোম্পানি রয়েছে। শুধু ভারত সংক্রান্তই ৬৬,০০০ ফাইল প্রকাশিত হয়েছে।
১১৯ বছরের পুরনো সংস্থা অ্যাপলবাইয়ের কাজ মূলত ব্যক্তি বা সংস্থাকে কর ফাঁকি দিতে সাহায্য করা, তাদের অ্যাকাউন্ট দেখভাল করা। এ জন্য কর ফাঁকির স্বর্গরাজ্যগুলিকে যথেচ্ছ ব্যবহার করে গোটা বিশ্বে অর্থ চালাচালি করা সংস্থাটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement