এক্সপ্লোর
Advertisement
২০১৯-এ পদ খালি নেই, প্রধানমন্ত্রী হওয়ার দাবি নিয়ে রাহুলকে কটাক্ষ পাসোয়ানের
পটনা: ২০১৯-এ লোকসভা নির্বাচনে কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করায় রাহুল গাঁধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তিনি বলেছেন, ‘তিনি (রাহুল) কী করে প্রধানমন্ত্রী হবেন? ২০১৯-এ পদ খালি নেই। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে এবং নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবেন।’
কয়েকদিন আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় রাহুল বলেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। মোদী সহ বিজেপি ও এনডিএ নেতারা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতিকে ব্যঙ্গ করেছেন। লোক জনশক্তি পার্টির প্রধান পাসোয়ানও বলেছেন, ‘বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের অনেকেই প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক। তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু এবং টিআরএস প্রধান চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী হতে চান। এমনও শোনা যাচ্ছে, এনসিপি প্রধান শরদ পওয়ারও গোপনে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য দরবার করছেন। তবে মোদীই প্রধানমন্ত্রী থাকবেন।’
এনডিএ-র ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রসঙ্গে পাসোয়ান আরও বলেছেন, ‘আমি নিশ্চিত, আগামী সাধারণ নির্বাচনে দেশের মানুষ এটা ভেবেই ভোট দেবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাল কাজ করছেন। তাঁর নেতৃত্বে ভারত সারা বিশ্বে শ্রদ্ধা অর্জন করেছে। তাই এনডিএ-কে আর একবার সুযোগ দেওয়া উচিত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement