ক্রেডিট কার্ড থেকে ওয়ালেটে টাকা পাঠালে ২ শতাংশ ডিপোজিট ফি নেবে পেটিএম

নয়াদিল্লি: ক্রেডিট কার্ড থেকে মোবাইল ওয়ালেটে টাকা ভরলে এবার থেকে ব্যবহারকারীর ওপর ২ শতাংশ ডিপোজিট ফি ধার্য করবে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম।
সংস্থা জানিয়েছে, কিছু সংখ্যক মানুষ পেটিএম-এর ‘জিরো ফি ট্রান্সফার’-এর অপব্যবহার করছেন। তাদের দাবি, প্রথমে তাঁরা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিছু টাকা পেটিএম ওয়ালেটে পাঠাচ্ছেন।
তারপর সেই টাকা আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন। এই প্রক্রিয়ায় তাঁরা রিওয়ার্ড পয়েন্ট-এর মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য ‘নিখরচায়’ বা কোনও বিনিয়োগ না করেই ব্যাঙ্ক থেকে টাকা আয় করছেন।
পেটিএম-এর মতে, এই অপব্যবহার রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও, তারা আরও জানিয়েছে, ওই ফি তারা পরে গ্রাহকের কাছে বিভিন্ন কুপনের মাধ্যমে ফিরিয়ে দেবেন। তবে, ন্যূনতম ২৫০ টাকা যোগ করা হলেই ওই কুপনের সুবিধা পাবেন গ্রাহক।






















