এক্সপ্লোর
Advertisement
জিও-র সিম পেতে লম্বা লাইন
নয়াদিল্লি: দুনিয়াজুড়ে অ্যাপল স্টোরে বা তত্কাল টিকিটের জন্য লম্বা লাইন নতুন কিছু নয়। এবার একটা সিমকার্ডের জন্য লম্বা লাইন দেখা গেল জিও স্টোরগুলিতে।
ভুবনেশ্বর থেকে আমদাবাদ, লখনউ, মোহালিতে আজ রিলায়েন্স ডিজিটাল স্টোর ও ডিডিটাল এক্সপ্রেস স্টোরগুলিতে ছিল লম্বা লাইন। কেউ কেউ তো রাত ২ টো থেকে লাইন দিয়েছিলেন। জিও-র পরীক্ষামূলকভাবে দেওয়া ৪জি সিম নিখরচায় সংগ্রহের জন্য লাইন দিয়েছিলেন তাঁরা।
এখনও পর্যন্ত কয়েকটি ব্র্যান্ডের স্মার্টফোনে এই প্রিভিউ অফার পাওয়া যাবে। এরমধ্যে রয়েছে সামস্যাং, এলজি, প্যানাসনিক, মাইক্রোম্যাক্স, আসুস, অলকাটেল এবং এলওয়াইএফের ৪ জি ডিভাইসে।
এই সিমে নিখরচায় ৪জি ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। জিও-র 4G-LTE পরিষেবার মধ্যে রয়েছে আনলিমিটেড এইচডি ভয়েস ও ভিডিও কল, আনলিমিটেড এসএমএস এবং আনলিমিটেড হাইস্পিড ডেটা ।এই সবগুলিই ৯০ দিনের জন্য।
এরসঙ্গে জিও প্রিমিয়াম অ্যাপ পরিষেবা যেমন, জিও প্লে, জিও অন ডিমান্ড, জিও বিটস, জিও গেমস, জিও এক্সপ্রেস নিউজ, জিও ড্রাইভ, জিও সিকিউরিটি পাওয়া যাবে। জিও অন ডিমান্ডে পাওয়া যাবে সিনেমা, টিভি শো, লাইভ টিভি।
এই সিম পাওয়ার জন্য পরিচয় পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement