এক্সপ্লোর
নারদ মামলা: দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

নয়াদিল্লি: বিধনসভা ভোটের মধ্যে স্টিং-কাণ্ডে ফের অস্বস্তি বাড়ল শাসক দলের। জনস্বার্থ মামলার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন মামলাকারীর।
নারদ নিউজের স্টিং অপারেশন নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে।এরই মাঝে শুক্রবার এই ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সেই মামলার দ্রুত শুনানি চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের এজলাসে আবেদন জানান মামলাকারী। তাঁর আবেদন, স্টিংকাণ্ডে অভিযুক্ত জনপ্রতিনিধিদের লোকসভা ও বিধানসভার সদস্যপদ খারিজ করা হোক। নিশ্চিত করা হোক, অভিযুক্তরা ভবিষ্যতে যাতে নির্বাচনে দাঁড়াতে না পারেন। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করার আবেদনের পাশাপাশি মামলাকারীর দাবি, অভিযুক্তদের সম্পত্তি আয়ের সঙ্গে সঙ্গতিহীন কিনা তা খতিয়ে দেখা হোক। এদিন নারদ নিউজের স্টিং ফুটেজে শাসক দলের যে সব সাংসদ, বিধায়কদের দেখা গিয়েছে, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্যও সর্বোচ্চ আদালতে পেশ করেন মামলাকারী বিপ্লব চৌধুরীর আইনজীবী। আগামী শুক্রবার মামলার শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি টিএস ঠাকুর।।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
Advertisement
