মোদী ‘ঘৃণার রাজনীতি’ করছেন, মুখে হাসি নেই, দাবি রাহুলের
![মোদী ‘ঘৃণার রাজনীতি’ করছেন, মুখে হাসি নেই, দাবি রাহুলের Pm Doing Politics Of Hatred His Smile Missing Rahul মোদী ‘ঘৃণার রাজনীতি’ করছেন, মুখে হাসি নেই, দাবি রাহুলের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/16114236/Modi-Rahul-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমেঠি: সমাজবাদী পার্টি-কংগ্রেসের গাঁটছড়া বাঁধায় উত্তরপ্রদেশের চলতি বিধানসভা নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে বিজেপি। যার ফলসস্বরূপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ঘৃণার রাজনীতি’ করে চলেছেন। এমনটাই দাবি করলেন রাহুল গাঁধী।
এদিন অমেঠির নির্বাচনী সভায় রাহুল বলেন, মোদীজি প্রথমে খুশি-খুশি থাকতেন। কিন্তু, গাঁটছড়ার (সপা-কং) পর তাঁর চেহারার রঙ পাল্টে গিয়েছে। এখন উনি ঘৃণা ছড়ানোর রাজনীতি করে চলেছেন।
কংগ্রেস সহ সভাপতির দাবি, মোদীর মুখ থেকে হাসি উধাও হয়ে গিয়েছে। ওনার মেজাজ পাল্টে গিয়েছে। এখন উনি মানুষ বিভাজনের পুরনো পন্থা অবলম্বন করছেন। রাহুল যোগ করেন, উনি বিহারে গিয়ে ঘৃণা ছড়িয়েছিলেন। এখন উত্তরপ্রদেশে এসেও একই কাজ করছেন।
রাহুল বলেন, আমি মোদীজিকে বলতে চাই, এদেশে শিশুরা না হিন্দু হবে না মুসলমান হবে। মানুষের সন্তানরা সকলেই মানুষ হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)