এক্সপ্লোর
জম্মু-কাশ্মীরের হিংসার ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকায় ক্ষুব্ধ মোদী

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক হিংসার ঘটনায় সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাজধানীতে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত, জম্মু-কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে চায়, এমন একজন জঙ্গিকে সংবাদমাধ্যমের একাংশ রীতিমতো নায়ক করে তুলেছে।এর ফলে বুরহানের অনুগামীরা উত্সাহিত হবে। এই প্রসঙ্গে বেআইনি কার্যকলাপ বিরোধী আইনে বুরহানের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, যারা সন্ত্রাসবাদী কাজকর্মের মাধ্যমে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চাইছে, তাদের ‘হিরো’ হিসেবে তুলে ধরা হচ্ছে। অনেকেই এতে আকর্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, বুরহানের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এক ডজনেরও বেশি মামলা রয়েছে। বৈঠকে জম্মু-কাশ্মীরের জন্য কেন্দ্রের বরাদ্দ করা ৮০ হাজার কোটি টাকার আর্থিক অনুদান নিয়েও পর্যালোচনা করা হয়। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রক এই মুহূর্তে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। ১৩ জুলাই কাশ্মীরে শহিদ দিবস স্মরণ এবং শুক্রবার জুম্মাবার রয়েছে মুসলিমদের নামাজ। গোয়েন্দা সূত্রে খবর, এই দুইদিন হামলা চালাতে পারে পাকিস্তানি মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















