এক্সপ্লোর
গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপির সাফল্যের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন মোদীর

মুম্বই: মহারাষ্ট্রে বিজেপির নির্বাচনী সাফল্য অব্যাহত রয়েছে। এবার গ্রাম পঞ্চায়েত ভোটেও দারুন ফল করেছে রাজ্যের শাসক দল। এই সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩,৪৮৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২,৯৭৪ টির ফল বেরিয়েছে। এরমধ্যে পঞ্চায়েত সমিতিতে সরপঞ্চ হিসেবে বিজেপির ১,৪৫৭ জন প্রার্থী জয়ী হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে ৩০১ টিতে। শিবসেনা ২২ এবং এনসিপি ১৯৪ টিতে জয়ী হয়েছে।
I congratulate @BJP4Maharashtra, @Dev_Fadnavis and @raosahebdanve for the impressive performance in Gram Panchayat polls across the state.
— Narendra Modi (@narendramodi) October 10, 2017
Wonderful victory of @BJP4Maharashtra in rural areas shows the unwavering support of the farmers, youth & poor for BJP's development agenda. — Narendra Modi (@narendramodi) October 10, 2017মোদী একাধিক ট্যুইটের মাধ্যমে বলেছেন, মহারাষ্ট্রে গ্রামীণ এলাকায় দলের এই সাফল্য বিজেপির উন্নয়ণের কর্মসূচীর প্রতি কৃষক, যুবক ও দরিদ্রদের সমর্থনের বিষয়টিই তুলে ধরেছে। বিদর্ভ, মরাঠাওয়াড়া উত্তর ও পশ্চিম মহারাষ্ট্রে এই ভোটের মাধ্যমের বিজেপির শক্তি পরীক্ষিত হল। এর আগে পুরসভার নির্বাচনে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















