এক্সপ্লোর
Advertisement
উর্দির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, শিক্ষানবিশ আইপিএস অফিসারদের পরামর্শ প্রধানমন্ত্রীর
তাঁদের কাজ ও উর্দির প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা শিক্ষানবিশ আইপিএস অফিসারদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন শিক্ষানবিশ আইপিএস অফিসারদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: তাঁদের কাজ ও উর্দির প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা শিক্ষানবিশ আইপিএস অফিসারদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন শিক্ষানবিশ আইপিএস অফিসারদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভালো কাজ, বিশেষ করে করোনাভাইরাস অতিমারির সময় পুলিশ যে কাজ করেছে, তাতে খাকি উর্দির মানবিক দিকটি জনমানসে জায়গা করে নিয়েছে।
হায়দরাবাদের সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ অকাডেমিতে দীক্ষান্ত প্যারেড ইভেন্ট-এ আইপিএস শিক্ষানবিশদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, আপনাদের পেশা এমনই যে, আপনাদেরকে অপ্রত্যাশিত কিছুর মুখোমুখি হতে হয় এবং এজন্য আপনারদের সতর্ক ও এরজন্য প্রস্তুত থাকতে হবে। সেইসঙ্গে থাকবে প্রচুর চাপ। সেজন্য প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে বা ছুটির দিন শিক্ষক বা এমন কারুর সঙ্গে দেখা করুন , যার পরামর্শের মূল্য আপনি দিয়ে থাকেন।
সন্ত্রাসবাদের প্রসঙ্গে বলতে গিয়ে মোদি বলেছেন, একেবারেই শুরুতেই দেশের তরুণদের ভুল পথ গ্রহণ করাটা আটকাতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, ওই অকাডেমি থেকে যাঁরা স্নাতক হয়েছে, সেই তরুণ আইপিএস অফিসারদের সঙ্গে তিনি নিয়মিত আলাপচারিতা করেন। কিন্তু করোনাজনিত পরিস্থিতির কারণে এ বছর তা সম্ভব হল না। কিন্তু ক্ষমতায় থাকাকালে কোনও একটা সময় এই শিক্ষানবিশ আইপিএসদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement