ফোনে কথা মোদি-বাইডেনের, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক জোরদার করতে রাজি দুজনই
কথা কোভিড-১৯ ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তন, ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে
নয়াদিল্লি: কথা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের। দুজনই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে রাজি হয়েছেন। সূত্রের খবর, কোভিড-১৯ অতিমারী মোকাবিলা থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সমস্য়াকে গুরুত্ব দিতে রাজি হয়েছেন মোদি-বাইডেন।
মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে জয়ের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হল প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের। এর আগে, প্রেসিডেন্ট ভোটে জয়ের জন্য ট্যুইটের মাধ্যমে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানান মোদি।
Spoke to US President-elect @JoeBiden on phone to congratulate him. We reiterated our firm commitment to the Indo-US strategic partnership and discussed our shared priorities and concerns - Covid-19 pandemic, climate change, and cooperation in the Indo-Pacific Region.
— Narendra Modi (@narendramodi) November 17, 2020
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিন ফের ভোট- জয়ের জন্য বাইডেনকে অভিনন্দন জানান মোদি। এই জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের সহনশীলতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, সেনেটর কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান।
এর আগে, ২০১৪ ও ২০১৬ সালে মার্কিন সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় বাইডেনের সঙ্গে তাঁর সাক্ষাত হয়েছিল। এদিনের কথোপকথনে সেই প্রসঙ্গও উঠে আসে বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
I also conveyed warm congratulations for VP-elect @KamalaHarris. Her success is a matter of great pride and inspiration for members of the vibrant Indian-American community, who are a tremendous source of strength for Indo-US relations.
— Narendra Modi (@narendramodi) November 17, 2020
জানা গিয়েছে, উভয় জনই ভারত-মার্কিন যৌথ কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে আরও সুসংহতভাবে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। পাশাপাশি, অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক স্বার্থের ভিতের ওপর গঠিত বিষয়বস্তুগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েছেন।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, এদিন দুজনের কথোপকথনে একাধিক ইস্যু উঠে এসেছে। এর মধ্যে যেমন ছিল কোভিড-১৯ পরিস্থিতি, তেমনই ছিল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত জটিলতা। এর পাশাপাশি, কোভিড-ভ্যাকসিন ও জলবায়ু পরিবর্তন নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে।