এক্সপ্লোর
Advertisement
হাসিনার সঙ্গে কথা, ঢাকায় ‘জঘন্য’ সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: বাংলাদেশে ‘জঘন্য’ সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে গভীর উদ্বেগ, শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনেও কথা বলেছেন তিনি।
The attack in Dhaka has pained us beyond words. I spoke to PM Sheikh Hasina & strongly condemned the despicable attack.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016
এক ট্যুইট-বার্তায় তিনি বলেছেন, ঢাকার হামলার ঘটনায় যে বেদনা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। এই ঘৃণ্য হামলার কঠোর ভাষায় নিন্দা করছি। বাংলাদেশের ভাই-বোনদের এই শোকের সময় আমরা দৃঢ়ভাবে তাঁদের পাশে রয়েছি।
আরেকটি ট্যুইটে তিনি বলেছেন, নিহতদের শোকতপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। যাঁরা জখম হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।
My thoughts are with the bereaved families. I pray that those who are injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016
India stands firmly with our sisters & brothers of Bangladesh in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) July 2, 2016
এদিন বিকালে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানান, ঢাকার কাফেয় সন্ত্রাসবাদীরা যাদের পণবন্দি করে খুন করেছে, তাদের মধ্যে আছে ভারতের একটি মেয়েও। নাম তারুষি জৈন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তিনি। কথা বলেছেন তাঁর বাবার সঙ্গে।
গতকাল রাত থেকে শুরু হওয়া পণবন্দি অধ্যায়ের দিকে এদিন দিনভর নজর রেখেছে নয়াদিল্লি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের অভিযান চালাচ্ছে, সে ব্যাপারে নানা সূত্রে পাওয়া খবর খতিয়ে দেখেন নয়াদিল্লির সরকারি কর্তারা। ঢাকায় ভারতীয় হাই কমিশনের লোকজন নিরাপদে আছেন বলেই খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement