‘আত্মনির্ভর ভারত গড়াই লক্ষ্য, ইন্ডিয়া আইডিয়াস সামিটে প্রধানমন্ত্রী
ইন্ডিয়া আইডিয়াস সামিট আয়োজন করছে মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। এ বছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তি। এবারের ইন্ডিয়া আইডিয়াস সামিটের থিম উজ্জ্বল একটি ভবিষ্যত গড়ে তোলা।
LIVE
Background
নয়াদিল্লি: আজ রাত ৯ টায় ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল (ইউএসআইবিসি) আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনুষ্ঠানে তিনি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার ক্ষেত্রে তাঁর মতামত জানাবেন।
ইন্ডিয়া আইডিয়াস সামিট আয়োজন করছে মার্কিন-ভারত বিজনেস কাউন্সিল। এ বছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তি। এবারের ইন্ডিয়া আইডিয়াস সামিটের থিম উজ্জ্বল একটি ভবিষ্যত গড়ে তোলা।
এই ভার্চুয়াল শীর্ষসম্মেলনে ভারত ও আমেরিকার সরকারের শীর্ষস্তরের নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন। সেইসঙ্গে থাকবেন সমাজ ও বাণিজ্য মহলের নেতৃবৃন্দ।
এই সামিটে অন্যান্য উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও, রাষ্ট্রপুঞ্জে প্রাক্তন মার্কিন দূত নিকি হেলি।
পিএমও জানিয়েছে, সামিটে ভারত –মার্কিন সহযোগিতা ও অতিমারী পরবর্তী বিশ্বে দুই দেশের ভবিষ্যত সম্পর্ক নিয়ে আলোচনা হবে।