এক্সপ্লোর
বিতর্কিত মন্তব্যের জেরে দিল্লিতে তলব করেছেন? অস্বীকার, মোদীজী আমায় ছেলের মতো স্নেহ করেন, ট্যুইট বিপ্লব দেবের
নয়াদিল্লি: একের পর এক বিতর্কিত মন্তব্য করায় তাঁর ওপর বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাঁকে ডেকে পাঠানোর খবর অস্বীকার করলেন বিপ্লব দেব। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বরং দাবি, প্রধানমন্ত্রী তাঁকে ছেলের মতো স্নেহ করেন।
সম্প্রতি দলের নেতা, মন্ত্রী, এমএলএ-এমপিদের সব বিষয়ে অহেতুক অপ্রয়োজনীয় মন্তব্য করে মিডিয়ার হাতে 'মশলা' তুলে দিতে বারণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, এতে দেশ, বিজেপির ক্ষতি হয়, যিনি বলছেন, তাঁর নিজের ভাবমূর্তিও নষ্ট হয়।
কিন্তু তারপরও ত্রিপুরার সদ্য মুখ্যমন্ত্রী হওয়া বিপ্লব দেব পরপর এমন বেশ কিছু মন্তব্য করেন, যাতে চোখ কপালে উঠেছে অনেকেরই। এর পরিপ্রেক্ষিতে তাঁকে মোদী তলব করেছেন বলে শোনা যায়। কিন্তু ট্যুইট করে বিপ্লবের দাবি, মোদীজী আমায় দিল্লিতে ডেকেছেন, মিডিয়ার এ খবরে কোনও সত্যতা নেই। অনেক আগে থেকেই ঠিক হয়ে ছিল, দিল্লি যাব। আর সত্যি বলতে কী, মোদীজী আমায় ছেলের মতো ভালবাসেন।
মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক অফিসার জানান, তিনি মঙ্গলবার দিল্লি রওনা হয়েছেন। সেখানে একগুচ্ছ কর্মসূচি আছে তাঁর। দিল্লি থেকে তিনি যাবেন বেঙ্গালুরু, বিজেপি নেতাদের সঙ্গে কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচার করবেন।
মুখ্যমন্ত্রীর অতিরিক্ত সচিব মিলিন্দ রামটেক জানান, বুধবার প্রধানমন্ত্রীর পৌরহিত্যে মহাত্মা গাঁধীর ১৫০-তম জন্মবার্ষিকী পালনে গঠিত জাতীয় কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও বৈঠক আছে তাঁর।
মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল বলেছেন, ১৯৯৭ এ ডায়ানা হেডেনকে মিস ওয়ার্ল্ড বাছাইয়ের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন, মেকানিকাল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিসে আসা উচিত নয়, সিভিল ইঞ্জিনিয়াররা বরং আসতে পারেন, মন্তব্য করেছেন, এমনকী বেকার ছেলেদের গোপালন, দুধের ব্যবসা করার পরামর্শও দিয়েছেন বিপ্লব, বলেছেন, চাকরির জন্য নেতাদের পিছন পিছন না ঘুরে বরং পান দোকান খুলুন!
নানা মহল থেকে তাঁর মন্তব্যের সমালোচনা হলেও নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রীর দাবি, আমার মন্তব্য ঠিকঠাক মিডিয়া প্রকাশ করেনি। আপনারা ভালই জানেন, কী বলতে চেয়েছি। আমার মন্তব্যের আসল অর্থ তুলে ধরেনি মিডিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement