এক্সপ্লোর
২৪ X৭ ডিউটি, একদিনের জন্যও ছুটি নেননি মোদী

নয়াদিল্লি: ২৪ X৭ ডিউটি। দিনে-রাতে ২৪ ঘণ্টাই কাজ। ছুটি মেলেনি একদিনও। এভাবেই রুটিনে বাঁধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন। তথ্যের অধিকার আইনে প্রধানমন্ত্রীর ছুটির নির্ঘণ্ট জানতে চেয়ে আবেদন জানানো হয়। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত একদিনও ছুটি নেননি নরেন্দ্র মোদী। একইসঙ্গে তথ্যের অধিকার আইনে জানতে চাওয়া হয়, মনমোহন সিংহ, অটলবিহারী বাজপেয়ী, পি ভি নরসীমা রাও, চন্দ্রশেখর, ভি পি সিংহ, রাজীব গাঁধী-সহ প্রাক্তন প্রধানমন্ত্রীরা ছুটি নিয়েছিলেন কি না। উত্তরে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীদের ছুটির তালিকা তাদের কাছে নেই। পিএমও সূত্রে জানানো হয়েছে, দায়িত্বভার গ্রহণের পর এখনও কোনও ছুটি নেননি মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















