এক্সপ্লোর
Advertisement
'জামিনে থাকা' বীরভদ্র সরকারকে হটান! হিমাচলে ভোটপ্রচারের সূচনা মোদীর
বিলাসপুর (হিমাচল প্রদেশ): হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের সরকার এখন 'জামিনে রয়েছে' বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এখানে বিজেপির বিধানসভা নির্বাচনের প্রচারের সূচনা করে রাজ্যবাসীকে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার ডাক দেন তিনি।
বীরভদ্রের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন ও ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ রয়েছে। সে ব্যাপারে মোদীর কটাক্ষ, কংগ্রেস বীরভদ্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে কারণ গোটা দলটাই দুর্নীতির পথগামী।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পুরো পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, জামিনে রয়েছে। কয়েকজন কংগ্রেস নেতাকে জিজ্ঞাসা করেছিলাম, কেন বীরভদ্রকে সরানো হচ্ছে না। তাঁরা বললেন, গোটা কংগ্রেসের ওপরতলার নেতৃত্বই জামিনে রয়েছে, কী করে ব্যবস্থা নেবে!
এদিন বিলাসপুরের কোঠিপুরায় প্রস্তাবিত এইমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিজেপির সমাবেশে মোদী দাবি করেন, কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এনডিএ-র বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। ২০১৪-র আগে পর্যন্ত সংবাদপত্রগুলির পাতাজুড়ে থাকত দুর্নীতির খবর, কোলগেট বা টু জি কেলেঙ্কারির খবর। জামিনে থাকা বীরভদ্র সরকারকে 'ছুঁড়ে ফেলা'র ডাক দেন মোদী।
তিনি বলেন, হিমাচল বিজেপি শাসনের রাশ হাতে তুলে নিয়ে রাজ্যবাসীকে স্বচ্ছ ও যোগ্য সরকার উপহার দেওয়ার স্বপ্ন পূরণে তৈরি।
প্রধানমন্ত্রীর দাবি, এনডিএ সরকার উন্নয়নে বিশ্বাসী। বর্তমানে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ১৩টি বড় প্রকল্প কার্যকর হচ্ছে হিমাচলে, যার ফলে রাজ্যে আর্থিক উন্নয়নে গতি বাড়বে, কর্মসংস্থান হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement