এক্সপ্লোর
Advertisement
নিরাপত্তার কারণে আরটিআই-এর আওতায় প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ফ্লাইট সংক্রান্ত তথ্য প্রকাশ নয়, জানাল এয়ার ইন্ডিয়া
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের জন্য চার্টার্ড ফ্লাইট সংক্রান্ত রেকর্ড প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র নির্দেশ অনুাযায়ী নিরাপত্তা সংক্রান্ত কারণে তথ্যের অধিকার (আরটিআই) আইনের আওতায় দেওয়া সম্ভব নয়। রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষে থেকে আরটিআই-র আওতায় এক আবেদনকারীর প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়েছে।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি আরটিআই আবেদনটি করেছিলেন কমোডোর (অবসরপ্রাপ্ত) লোকেশ বাত্রা। তিনি এয়ার ইন্ডিয়ার কাছ থেকে ২০১৬-র নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য চার্টার্ড ফ্লাইটগুলির ইনভয়েস তোলার তারিখ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের কাছে এই বিলগুলি পাঠানোর তারিখ সম্পর্কে জানতে চেয়েছিলেন।
বাত্রা জানিয়েছেন, তিনি সেন্ট্রাল পাবলিক ইনফর্মেশন অফিসার (সিপিআইও)-র কাছ থেকে জবাব পেয়েছেন। জবাবে সিপিআইও জানিয়েছে যে, তাঁর চাওয়া তথ্য দেওয়া যাবে না। সিপিআইও এ ব্যাপারে পিএমও থেকে এয়ার ইন্ডিয়ার কাছে পাঠানো একটি ই-মেল বার্তাও বাত্রাকে দিয়েছে।
২০১৬-র ২৬ ডিসেম্বর তারিখের এয়ার ইন্ডিয়ার এক আধিকারিকের কাছে পাঠানো পিএমও-র ওই ইমেলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ফ্লাইট সংক্রান্ত রেকর্ডে এমন কিছু বিষয় রয়েছে, যাতে নিরাপত্তার সংক্রান্ত বিষয় থাকতে পারে। তাই আরটিআই-র সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, ওই তথ্য ব্যতিক্রম হিসেবে গন্য।
২০১৬-তে ওই ই-মেল পিএমও-র পক্ষ থেকে পাঠানো হয়েছিল কেন, তা স্পষ্ট নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অফবিট
Advertisement