এক্সপ্লোর
গণধর্ষিতাকে আপত্তিকর প্রশ্ন, সাসপেন্ড পুলিশ ইনস্পেক্টর

তিরুঅনন্তপুরম: গণধর্ষিতাকে আপত্তিকর প্রশ্নের খোঁচায় বিব্রত, অপমান করায় ত্রিচূরের পেরামঙ্গলম থানার সার্কল ইনসপেক্টর এম ভি মনিকান্তনকে সাসপেন্ড করা হল। সংশ্লিষ্ট মহিলা স্বামীকে নিয়ে থানায় তাঁর ওপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের ব্যাপারে অভিযোগ জানাতে গেলে ওই পুলিশকর্তা তাঁকে প্রশ্ন করেন, ধর্ষণকারীদের মধ্যে কে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে আপনাকে?এটা জানাজানি হতেই অসংবেদনশীলতার অভিযোগে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিষয়টির তদন্তে নামেন আইজিপি এম আর অজিত কুমার। তদন্ত চলা পর্যন্ত মনিকান্তন সাসপেন্ড থাকবেন বলে জানায় পুলিশ। ওই মহিলাকে গণধর্ষণের ঘটনাটি নিজের ফেসবুক পোস্টে প্রকাশ করে সাড়া ফেলে দেওয়া কেরলের অভিনেত্রী তথা সমাজকর্মী ভাগ্যলক্ষ্মীও ওই পুলিশ অফিসারের কুরুচিকর, অসংবেদনশীল আচরণের কঠোর নিন্দা করেন। এদিকে ধর্ষিতা মহিলার অভিযোগের জেরে বিড়ম্বনায় পড়েছে সিপিএম। মিডিয়ার কাছে ওই মহিলা তাঁর লাঞ্ছনার কথা বিস্তারিত জানানোয় সিপিএম কর্মীদের নাম সামনে চলে এসেছে। যৌন নিগ্রহে সামিল হওয়ার অভিযোগে ইতিমধ্যে ওয়াডাকানচেরি পুরসভার কাউন্সিলর জয়ন্তন ও আরেক পার্টিকর্মীকে সাসপেন্ড করেছে সিপিএম। তার ওপর পার্টিকে বিপাকে ফেলেছেন সিপিএমের ত্রিচূর জেলা সম্পাদক কে রাধাকৃষ্ণান, গণধর্ষণের শিকার ওই মহিলার নাম প্রকাশ্যে বলে ফেলে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি দিয়ে রাধাকৃষ্ণানের বিরুদ্ধে মামলা রুজু করার দাবি তুলেছেন বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা। প্রাক্তন মন্ত্রী তথা স্পিকার রাধাকৃষ্ণান ‘জেনেবুঝে’ ধর্ষিতার নাম প্রকাশ করেছেন বলে অভিযোগ তাঁর। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পার্টির পলিট্যবুরো সদস্য বৃন্দা কারাতও মেনে নিয়েছেন, ধর্ষিতার নাম প্রকাশ্যে বলে দেওয়া ‘ভুল’ হয়েছে পার্টিনেতার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















