এক্সপ্লোর
Advertisement
আজ রাহুলের অমেঠি সফরের আগে শুরু পোস্টার যুদ্ধ- রাহুল তাতে রাম, প্রধানমন্ত্রী রাবণ
অমেঠি: এবার পোস্টারে রামচন্দ্র রাহুল গাঁধী, হাতের তীর যিনি তাক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। আজ তাঁর নিজস্ব কেন্দ্র অমেঠি সফরে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল। তার আগে অমেঠিতে শুরু হয়ে গিয়েছে এই পোস্টার যুদ্ধ।
পোস্টারে দেখা যাচ্ছে, ১০ মুণ্ড নিয়ে রাবণের ধাঁচে দণ্ডায়মান মোদী। উল্টোদিকে রাহুলের পরণে অবশ্য রামচন্দ্রের গেরুয়া নয়, কালো পাঞ্জাবি। রাবণরূপী প্রধানমন্ত্রীর দিকে তিনি তির কামান তাক করেছেন। পোস্টারে লেখা, রাহুলের রূপে ভগবান রামের অবতার। ২০১৯-এ আসবে রাহুল রাজ।
কংগ্রেস সভাপতি হওয়ার পর এটাই রাহুলের প্রথম অমেঠি সফর। ২০০৪ সালে অমেঠির সাংসদ হন তিনি। ২০১৪-র লোকসভা ভোটে হারান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। অমেঠি সফরে রাহুল কয়েকটি রোড শো ও পদযাত্রা করবেন। তাঁর নজর ২০১৯-এর লোকসভা ভোট, বিধানসভা ভোটে অবশ্য অমেঠি থেকে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি।
রাজনৈতিক মহল মনে করছে, উত্তর প্রদেশে কংগ্রেসের জন্য আচ্ছে দিন আনতে রাহুলকে অনেক পরিশ্রম করতে হবে। এসপি বুঝিয়ে দিয়েছে, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আর বেশি আগ্রহী নয় তারা। ওদিকে গত লোকসভা ভোটে একটিও আসন না পাওয়া বিএসপিও একলা চলতে চাইছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement