এক্সপ্লোর
ফের কাঠগড়ায় উত্তরপ্রদেশ পুলিশ, বারাবাঁকিতে অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে হত্যা

বারাবাঁকি: যোগী রাজ্যের পুলিশের বিরুদ্ধে এবার গর্ভবতী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ। বারাবাঁকিতে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে অসন্দ্র থানার মানপুর মকোহিয়া গ্রামে। অবৈধ মদের ঠেক ভাঙতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেখে চম্পট দেয় গ্রামের পুরুষরা। কিন্তু পালাতে পারেননি রুচি নামে এক গর্ভবতী। অভিযোগ, পুলিশ নির্মমভাবে মারধর করে তাঁকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ ভেবেছিল, রুচির পেটে মদের প্যাকেট বাঁধা রয়েছে। ওঁর পেটে তারা লাথি মারতে শুরু করে। রুচি প্রাণভিক্ষা চাইছিলেন কিন্তু কেউ কান দেয়নি তাঁর কথায়। স্থানীয় প্রশাসন যদিও এই ঘটনায় পুলিশের দোষ দেখছে না। তারা জানিয়েছে, তদন্তের পরই এ বিষয়ে আগামী পদক্ষেপ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















