এক্সপ্লোর
Advertisement
যে কোনও পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি কোবিন্দ এক ঘন্টাই থাকেন, এটাই প্রটোকল, জানাল তাঁর অফিস
নয়াদিল্লি: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক ঘন্টা থাকবেন এবং মাত্র ১১ জনকে পুরস্কার দেবেন, বাকিদের পুরস্কার নিতে হবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানির হাত থেকে, এটা জানার পর ৬০ জনের বেশি পুরস্কারপ্রাপক ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আজ সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে প্রতিবাদীদের এই কঠোর মনোভাবের প্ররিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, রাষ্ট্রপতি সব পুরস্কার প্রদান অনুষ্ঠানেই খুব বেশি হলে এক ঘন্টাই থাকেন।
ক্ষুব্ধ পুরস্কারপ্রাপকরা রাষ্ট্রপতির দপ্তর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভেলকে চিঠি দিয়ে উষ্মা প্রকাশ করেন। জানান, একেবারে শেষ মূহূর্তে বিষয়টি জেনে অত্যন্ত আহত বোধ করছেন তাঁরা।
যদিও রাষ্ট্রপতির প্রেস সচিব অশোক মালিক বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন, রাষ্ট্রপতি সব পুরস্কার প্রদান অনুষ্ঠান, সমাবর্তনেই সর্বোচ্চ এক ঘন্টা থাকেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এটাই প্রটোকল। এটা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে বেশ কয়েক সপ্তাহ আগে জানিয়েও দেওয়া হয়েছিল। একেবারে শেষ মূহূর্তে এসব প্রশ্ন উঠতে দেখে রাষ্ট্রপতি ভবন বিস্মিত। মালিক বলেছেন, প্রত্যেকের হাতে ব্যক্তিগতভাবে পুরস্কার তুলে দেওয়া সম্ভব নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement