এক্সপ্লোর
Advertisement
এশিয়ার সেরা হওয়ায় বিজেন্দ্রকে অভিনন্দন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: ডবলুবিও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাব জয়ের জন্য বক্সার বিজেন্দ্র সিংহকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার রাতে পেশাদার হিসেবে দেশের মাটিতে প্রথম লড়াইয়ে নেমেছিলেন বিজেন্দ্র। অস্ট্রেলিয়ার কেরি হোপকে হারিয়ে দিয়েছেন ভারতের এই পেশাদার বক্সার।
এই অসাধারণ জয়ের জন্য বিজেন্দ্রকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি। তিনি লিখেছেন, সারা দেশকে গর্বিত করেছেন বিজেন্দ্র। তাঁকে আন্তরিক অভিনন্দন।
Hearty congratulations @boxervijender, you have made whole nation proud with victory in WBO Asia Pacific championship #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) July 16, 2016
বিজেন্দ্রর শক্তি, দক্ষতা এবং লড়াই করার ক্ষমতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি ট্যুইটারে লিখেছেন, লড়াই করে জয় পাওয়ার জন্য বিজেন্দ্রকে অভিনন্দন। এই জয় তাঁর প্রাপ্য ছিল।
Congratulations @boxervijender for a hard fought and well deserved win. It was yet another display of immense skill, strength & stamina.
— Narendra Modi (@narendramodi) July 16, 2016
মিডলওয়েট বিভাগে এশিয়ার সেরা বক্সার হওয়ার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন বিজেন্দ্র। সমাজের বিভিন্ন ক্ষেত্রের তারকারা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। মেরি কম, মহেন্দ্র সিংহ ধোনি, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল ট্যুইট করে বিজেন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement