এক্সপ্লোর
পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ, ২ জওয়ান শহিদ, খতম ১ জঙ্গি

শ্রীনগর: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় গতকাল জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ২ সেনা জওয়ান শহিদ হয়েছেন, আহত হয়েছেন আধা সামরিক বাহিনীর ১ জওয়ান। খতম হয়েছে ১ জঙ্গি। সেনার কাছে খবর ছিল, পম্পোরের সাম্বুরা গ্রামে ২-৩ জন জঙ্গি ঘাপটি মেরে রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা। তল্লাশি শুরুর সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিরা সেনার ওপর গুলি চালায়। জবাবি গুলিতে নিকেশ হয় ১ জঙ্গি। অপারেশনে শহিদ হন ২ জওয়ান। সিআরপিএফের এক জওয়ান আহত হন। এলাকায় এখনও গা ঢাকা দিয়ে রয়েছে ২ জঙ্গি। গোটা এলাকায় সেনার তল্লাশি অভিযান চলছে। গতকাল অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলা চলে। ২৯ অক্টোবর উত্তর কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হন জম্মু কাশ্মীর পুলিশের এসওজি-র এক জওয়ান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















