এক্সপ্লোর
দেখুন: পঞ্জাবের এই আট মাসের শিশুর ওজন ১৭ কেজি!

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে ভারী ওজনের মিশরীয় মহিলার চিকিত্সা চলছে ভারতে। এরইমধ্যে পঞ্জাবের একটি শিশুর মাত্রাছাড়া ওজন নিয়ে সমস্যায় পড়েছেন বাবা-মা। মাত্র ৮ মাসের ওই শিশুকন্যা চাহাত কুমারের ওজন ১৭ কেজি! চাহাতের মা রীনা কুমারী জানিয়েছেন, জন্মের সময় সম্পূর্ণ স্বাভাবিক ছিল তাঁর সন্তান। কিন্তু কয়েক মাসের মধ্যেই তার ওজন বাড়তে শুরু করে। চাহাতের বাবা সুরজ কুমার বলেছেন, এভাবে ওজন বাড়তে শুরু করায় তাঁরা চিকিত্সকের কাছে গিয়েছিলেন। চিকিত্সক জানান, কোনও ধরনের চিকিত্সা শুরু করার আগে রক্ত পরীক্ষা করা দরকার। কিন্তু চাহাতের চামড়া এতটাই অস্বাভাবিক শক্ত যে, রক্ত সংগ্রহ করাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ড. বাসুদেব শর্মা চাহাতের জন্মের সময় থেকেই তার চিকিত্সা করছেন। তিনি জানিয়েছে, চাহাতের ওজন মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করতে হবে। ওকে কম খাওয়াতে হবে। ও ১০ বছরের শিশুর সমপরিমাণ খাবার খায়। মাত্রাতিরিক্ত ওজনের জন্য চাহাত শ্বাসকষ্ট ও ঘুমের সমস্যায় ভুগছে। মিশরের এমান আহমেদের চিকিত্সা যাঁরা করছেন, সেই চিকিত্সকরা চাহাতের অসুখের বিষয়টি পরীক্ষা করে দেখবেন বলেও কোনও কোনও সংবাদমাধ্যমে জানানো হয়েছে। মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিত্সা চলছে ৪৯৮ কেজি ওজনের এমানের। তিনি জিন সংক্রান্ত একটি বিরল রোগের শিকার। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















