রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে অমরিন্দর সিংহর বিরুদ্ধে নালিশ করলেন সিধু
অমরিন্দর সিংহ বনাম নভজ্যোৎ সিংহ সিধু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী বনাম উপ মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে।
চণ্ডীগড়: অমরিন্দর সিংহ বনাম নভজ্যোৎ সিংহ সিধু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী বনাম উপ মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে। দফতের কোপ পড়তেই ক্যাপ্টেন অমরিন্দের সিংহের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন সিধু। এবার তিনি নিজের ক্ষোভ জানিয়ে এলেন দলের সভাপতি রাহুল গাঁধীকে। দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ দলের সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢড়া ও শীর্ষ নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে দেখা করে নালিশ জানিয়ে এসেছেন সিধু। এবং সেকথা নিজেই সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন তিনি।
ট্যুইটারে সিধু একটি ছবি পোস্ট করে লিখেছেন, “কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেছি। তাঁর হাতে আমার চিঠি তুলে দিয়েছি এবং পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি”। প্রসঙ্গত, পঞ্জাব সরকারের দফতর রদবদল হওয়ার পরদিনই রাহুল গাঁধীর সঙ্গে দেখা করলেন সিধু।
Met the congress President, handed him my letter, appraised him of the situation ! pic.twitter.com/ZcLW0rr8r3
— Navjot Singh Sidhu (@sherryontopp) June 10, 2019
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে পঞ্জাবে শহুরে অঞ্চলের ভোট হাতছাড়া হয়েছে কংগ্রেসের। আর তার জন্য সরাসরি নভজ্যোৎ সিংহ সিধুকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্যাপ্টেন সিংহ। ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, সিধু ‘অদক্ষ’, দায়িত্ব সামলাতে পারেননি। শহুরে অঞ্চলে সেভাবে উন্নয়নের কাজও করতে পারেননি সিধু, অভিযোগ তাঁরই দলের নেতার। আর সে কারণেই সিধুর হাত থেকে পঞ্জাব সরকারের গুরুত্বপূর্ণ পর্যটক ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব কেড়ে নিয়েছেন ক্যাপ্টেন সিংহ। এরপরই গোটা বিষয়টি রাহুল গাঁধীর নজরে নিয়ে আসেন সিধু।