এক্সপ্লোর
ফের ‘জেটলাই’ সম্বোধন, রাফালে নিয়ে অর্থমন্ত্রীকে আক্রমণ রাহুলের

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ‘জেটলাই’ সম্বোধন করা নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিসের পরেও আজ ফের সেই সম্বোধনই করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ট্যুইট করে রাফালে যুদ্ধবিমানের চুক্তি প্রসঙ্গে জেটলিকে আক্রমণ করেছেন রাহুল। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘শ্রী জেটলাই, আপনি বলেছিলেন, ইউপিএ প্রতিরক্ষা বিষয়ক ক্রয়ের হিসেব দেয়নি। আপনার সেই মিথ্যা ভুল প্রমাণ করার জন্য ইউপিএ আমলে সংসদে যে তিনটি জবাব দেওয়া হয়েছিল, সেটা প্রকাশ করলাম। এবার প্রতিটি রাফালের দাম জানাতে বলুন প্রতিরক্ষামন্ত্রীকে।’
Dear Mr Jaitlie,
You said the UPA never released prices of Defence purchases?
To nail your lie, here are 3 Parliamentary replies by the UPA with full transparency on pricing.
Now do ask our Raksha Mantri to tell India how much each RAFALE jet cost.#DealMeinKuchKalaHai pic.twitter.com/txb2Cc1BHh
— Office of RG (@OfficeOfRG) February 9, 2018
রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকরা যখন রাহুলকে এই ট্যুইটের বিষয়ে প্রশ্ন করেন, তখন তিনি মজার ছলে জবাব দেন, ‘আমাকে বানান দেখতে হবে। গতকাল সংসদে অরুণ জেটলি বলেছিলেন, আমরা প্রতিরক্ষা চুক্তির দাম প্রকাশ করিনি। আমরা দেখিয়ে দিলাম, সেটা করেছি। তাই তাঁকে আর অন্য কী বলব! কারণ তিনি সত্যি কথা বলছেন না।’
গত বছরের ডিসেম্বরেও ট্যুইট করে অর্থমন্ত্রীকে ‘জেটলাই’ বলেছিলেন রাহুল। এর জন্য তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেন বিজেপি সাংসদ ভূপেন্দর যাদব। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু সেই নোটিস লোকসভার স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। তবে রাহুল আজ বুঝিয়ে দিলেন, এতে তিনি দমে যাননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
