এক্সপ্লোর
Advertisement
সংসদে মোদীর ভাষণের মাঝে শোরগোল: রাহুলের রাজনীতির স্টাইল 'অগণতান্ত্রিক', তোপ অমিত শাহের
নয়াদিল্লি: সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালে বিরোধীদের হই-হট্টগোলের ইস্যুতে রাহুল গাঁধীর কড়া সমালোচনা করেছেন অমিত শাহ। বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি রাহুলের রাজনীতির ধরন অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন বলে সাংবাদিকদের জানালেন সংসদ বিষয় সংক্রান্ত মন্ত্রী অনন্ত কুমার। ওই বৈঠকে খোদ মোদী হাজির ছিলেন। বিজেপি সভাপতি বলেন, কোনও না কোনও ছুতোয় কংগ্রেস সংসদ স্বাভাবিক ভাবে চলতে দিচ্ছে না, এটা অগণতান্ত্রিক।
অনন্ত কুমার বলেন, অমিত শাহজি বলেছেন, রাহুলজির রাজনীতির স্টাইলটি অগণতান্ত্রিক বলে লোকসভা, রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণের মধ্যে এভাবে বাধা দেওয়া হল। ভাষণের সময় বাধা-বিঘ্নের জন্য দায়ী উনিই।
যে রাফালে যুদ্ধবিমান ডিলকে অস্ত্র করে মোদী সরকারকে বিব্রত করতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস, সে ব্যাপারেও অনন্ত কুমারের অভিযোগ, জাতীয় সুরক্ষার সঙ্গে আপস করছে কংগ্রেস। তিনি বলেন, বৈঠকে আমাদের জাতীয় সভাপতি পরিষ্কার বলেছেন, সরকার ওই ডিলের ব্যাপারে সব কিছু প্রকাশ করেছে। ডিলের সব মূল, বিষয় সবার সামনে এসেছে। কিন্তু ডিলের প্রতিটি খুঁটিনাটি বলে দেওয়া জাতীয় নিরাপত্তার দিক থেকে ঠিক কাজ নয়। এখন ডিলের সব দিক নিয়ে বাইরে বিস্তারিত আলোচনা হওয়া কি বাঞ্ছনীয়? এতে কি জাতীয় সুরক্ষার স্বার্থ পূরণ হবে?
Amit Shah ji said Rahul ji's style of politics is undemocratic, hence such kind of disruptions during the speech of PM Modi: Ananth Kumar, Parliamentary Affairs Minister after BJP Parliamentary Party meeting pic.twitter.com/yqt2g8cgAf
— ANI (@ANI) February 9, 2018
গত বুধবার কংগ্রেস সভাপতি রাফালে ডিল নিয়ে তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের। কেন দুজনের কেউই রাফালে নিয়ে তোলা প্রশ্নের জবাব দিচ্ছেন না বলে অভিযোগ করে রাহুলের কটাক্ষ, ডিলে গন্ডগোল কিছু একটা আছে, এটা স্পষ্ট। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তিনটে প্রশ্ন করেছিলাম। জেটের দাম কত, নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটিকে ডিলের ব্যাপারে জানানো হয়েছিল কিনা, কেন বরাত হ্যালের হাত থেকে কেড়ে নিয়ে এক শিল্পপতিকে দেওয়া হল? উত্তর পেলাম না। প্রধানমন্ত্রী সংসদে দীর্ঘ ভাষণ দিলেন, কিন্তু মৌলিক প্রশ্নগুলির ধারকাছ দিয়েও গেলেন না।
যদিও রাহুলকে পাল্টা নিশানা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেস ডিলের বিস্তারিত তথ্য পরিসংখ্যান জানতে চেয়ে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে বলে অভিযোগ করেন। নির্মলার আগে প্রতিরক্ষামন্ত্রী পদে থাকা জেটলি লোকসভায় বলেন, আপনারা ক্ষমতায় থাকার সময় আপনার পার্টির গায়ে কলঙ্কের দাগ লেগেছিল। তাই আপনারা এখন এনডিএ-র বিরুদ্ধে অভিযোগ সাজানোর রাস্তায় নেমেছেন। কিছুই যখন পাওয়া গেল না, তখন রাফালে ডিলের বিস্তারিত তথ্য জানানোর দাবিতে সরব হলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ক্রিকেট
স্বাস্থ্য
Advertisement