এক্সপ্লোর
শঙ্খ বাজানো, কাদায় স্নান ঠেকাবে করোনা! দাবি রাজস্থানের বিজেপি সাংসদের
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে 'ভাবীজি পাঁপড়ে'র আজব দাওয়াই দেওয়ার পর নিজেই সংক্রমিত হয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কিন্তু 'ভাবীজি পাঁপড়' কাজে না দিলে কী!
নয়াদিল্লি : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে 'ভাবীজি পাঁপড়ে'র আজব দাওয়াই দেওয়ার পর নিজেই সংক্রমিত হয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কিন্তু 'ভাবীজি পাঁপড়' কাজে না দিলে কী! এ ধরনের হাতে গরম আরও টোটকার কথা জাহির করার ক্ষেত্রে কোনও খামতি নেই। এবার আরও এক নিদান হাঁকলেন রাজস্থানেরই অন্য এক বিজেপি সাংসদ। রাজস্থানের টঙ্ক-সওয়াই মাধোপুরের বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে শঙ্খ বাজাতে এবং কাদা গায়ে মাখতে দেখা গিয়েছে।
সুখবীর সিংহর দাবি, শঙ্খ বাজানো ও গায়ে কাদা মাখলে তাঁর ফুসফুসের ক্ষমতা বাড়বে এবং প্রকৃতির কাছাকাছি থাকা তাঁকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করবে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুখবীর সিংহ বলেছেন, কোনও ওষুধই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে না। কিন্তু প্রকৃতির সান্নিধ্যে থাকা, প্রাকৃতিক খাবার খাওয়া, সাইকেল চালানো, ব্যায়ায় ও শঙ্খ বাজানো এই সংকটের সময়ে লোকজনকে সাহায্য করবে।
এর আগে মেঘওয়াল স্থানীয় পাঁপড় ব্র্যান্ডের সওয়াল করে দাবি করেছিলেন, 'ভাবীজি পাঁপড়' করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এক কিছু দিনের মধ্যেই গত ৯ অগাস্ট করোনা আক্রান্ত হন তিনি। শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে দিল্লির এইমসে ভর্তি করতে হয়।
এর আগে ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংগ ঠাকুর প্রত্যেকের কাছে ২৫ জুলাই থেকে ৫ অগাস্ট হনুমান চালিশা দিনে পাঁচ বার পাঠ করার আর্জি জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, হনুমান চালিশা পাঠ করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে সাহায্য করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement