এক্সপ্লোর
Advertisement
প্রোটোকল ভেঙে জঙ্গি হানায় পঙ্গু বিএসএফ জওয়ানকে জড়িয়ে ধরলেন রাজনাথ
নয়াদিল্লি: এ এক বিরল দৃশ্য। প্রোটোকল ভেঙে সন্ত্রাসবাদী হামলায় শারীরিক প্রতিবন্ধকতার শিকার বিএসএফের এক জওয়ানকে পুরস্কার দিতে গিয়ে জড়িয়ে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
২০১৪-র ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের উধমপুরে জঙ্গি হামলায় বুলেটের আঘাতে ৮৫ শতাংশ শারীরিক অক্ষমতার শিকার হন বিএসএফ কনস্টেবল গোধরাজ মীনা। জঙ্গিরা বিএসএফের একটি কনভয়ে হামলা চালায়। জঙ্গিদের তীব্র গুলিবৃষ্টির মুখে বাসের প্রহরীর দায়িত্বে থাকা গোধরাজ প্রতিরোধ গড়ে তোলেন। সাহসিকতা, উপস্থিত বুদ্ধি ও অভ্রান্ত নিশানায় গুলি চালিয়ে দুই জঙ্গির বাসে ঢুকে হামলার ছক ভেস্তে দেন ৪৪ বছরের গোধরাজ। এই লড়াইতে একটি বুলেট গোধরাজের চোয়াল ফুঁড়ে চলে যায়। সেজন্য ভালোভাবে কথাও বলতে পারেননি তিনি। ভালো করে হাঁটতেও পারেন না তিনি।
বৃহস্পতিবার গোধরাজ যখন পুরস্কার নিতে মঞ্চে উঠছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর উর্দিতে সাহসিকতার মেডেল গেঁধে দিচ্ছেন তখন বিএসএফের আধিকারিকরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এরপরই আসে সেই মুহুর্ত। এক জওয়ানের পক্ষে পুরস্কার গ্রহণের পর আবশ্যিকভাবে স্যালুট জানাতে হয়। কিন্তু ওই স্যালুট জানানোর আগেই রাজনাথ গোধরাজকে জড়িয়ে ধরেন।
বিএসএফের এক পদস্থ আধিকারিক বলেছেন, এই ঘটনা খুবই বিরল।
পরে নিজের বক্তৃতায় রাজনাথ গোধরাজের সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement