এক্সপ্লোর
Advertisement
রাজনাথকে ‘অপমান’: মোদী সরকারের পাক-নীতির বিভ্রান্তির পরিণাম, বলল কংগ্রেস
নয়াদিল্লি: পাকিস্তানে রাজনাথ সিংহের প্রতি গতকাল যে ‘অপমানজনক’ আচরণ করা হয়েছে, কংগ্রেস তাতে ‘ব্যাথিত’, ‘ক্ষুব্ধ’ হলেও মনে করে, এটা নরেন্দ্র মোদী সরকারের ‘ভুলের’ই ফল! দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি মোদী সরকারকে একহাত নিয়ে বলেন, অতীতে কখনও কোনও দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মঞ্চে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে অপমানিত হতে হয়নি। এটা ভারতের বর্তমান পাকিস্তান-নীতির বিভ্রান্তি, ভোলবদল, ভুলভ্রান্তিরই পরিণাম, যা গত ৭০ বছরে কখনও দেখা যায়নি।
রাজনাথ ইসলামাবাদ যাওয়ার আগে কেন ভারত সরকার পাকিস্তানের কাছে কোনও গ্যারান্টি চায়নি, এই প্রশ্ন তুলে সিংভি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি পাকিস্তানের ব্যবহারে ভারতের বিদেশনীতি, বিশেষ করে পাকিস্তান-নীতি যে ধুলোয় লুটিয়ে পড়েছে, সেটাই স্পষ্ট হয়ে গেল। তাঁর কথায়, ভারতের বিদেশনীতি ধরাশায়ী হয়ে গিয়েছে। এভাবে নিজেদের বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করার কোনও প্রয়োজন ছিল না।
কাশ্মীরে স্বাধীনতা আন্দোলনে নতুন ঢেউ উঠেছে বলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্তব্যের উল্লেখ করে সিংভি বলেন, এর আগে পাকিস্তান সরকার এভাবে কথা বলার সাহস দেখাত না!
সরকারের পাকিস্তান-নীতির তীব্র সমালোচনা করে সিংভি বলেন, পাকিস্তান ধারাবাহিক ভাবে ভারতকে অপমান করে চলেছে, আর মোদী সরকার ওদের জন্য ‘লাল কার্পেট’ বিছিয়ে দিচ্ছে! প্রথমে পাক প্রধানমন্ত্রী, তারপর পঠানকোট হামলার পর আইএসআইকে।
কেন মোদী সরকার শাড়ি-শাল কূটনীতির বাইরে বেরতে পারল না? এমন কটাক্ষও করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement