এক্সপ্লোর
Advertisement
রাজ্যে, দেশে ধুমধামের সঙ্গে পালিত হল রথযাত্রা
কলকাতা: রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত মহা ধুমধামের সঙ্গে পালিত হল রথযাত্রা।
শহরে ইসকনের রথযাত্রায় ভক্তদের ঢল নামে। রথে উঠে মঙ্গলারতির পর, ফুল, চন্দন ছড়িয়ে রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক ও শ্রাবন্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। মিন্টো পার্কের কাছে ইসকনের মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। এবার ৪৫ তম বর্ষে পদার্পন করল ইসকনের রথযাত্রা। দিনভর শহর পরিক্রমা করে ইসকনের রথ। রথের রশিতে টান দিতে শহরের রাস্তায় নামে ভক্তদের ঢল। সন্ধ্যায় ময়দানে শেষ হয় রথযাত্রা।
কলকাতার মত রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। রথযাত্রা উপলক্ষ্যে হুগলির মাহেশে লোকারণ্য। এবার ৬২০ তম বছর। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় ১৩৫ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২০ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে। এদিন জিটি রোডের উপর দিয়ে এক কিলোমিটার পথ পেরিয়ে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
হুগলির গুপ্তিপাড়াতেও রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ইস্কনের রথযাত্রা উপলক্ষ্যে নদিয়ার মায়াপুরে ভক্তদের উপচে পড়া ভিড়। হাজির দেশ-বিদেশের পর্যটকরা। ২৪০ বছরে পা দিল মহিষাদল রাজবাড়ির রথযাত্রা। ১৭৭৬ সালের রানি জানকিদেবী এই রথযাত্রার সূচনা করেন। সেই থেকে প্রথা মেনে রাজ পরিবারের লোকেরাই প্রথম রথের রশিতে টান দেন। তারপর টান দেন ভক্তরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জায়গায় রথে থাকেন মদনগোপাল। রথযাত্রা উপলক্ষ্যে জমজমাট সুতাহাটাও। প্রতিবারের মতো এবারও রথযাত্রা উপলক্ষ্যে শুরু হয়েছে রথের মেলা।
রথযাত্রা উপলক্ষে পুরীতে এবারও লাখো মানুষের ভিড়। বুধবারের সমুদ্র-শহরে জনসমুদ্র। ১৯ বছর পর গত বছরই নব কলেবর হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ রীতি মেনে ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা সহকারে তিন দেবতাকে বসানো হয় আলাদা আলাদা তিনটি সুসজ্জিত রথে৷ গর্ভগৃহ থেকে রথে বসানো পর্যন্ত এই পদ্ধতিকে বলা হয় পহণ্ডিযাত্রা বা পহণ্ডি বিজয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশাপাশি আনা হয় সুদর্শনকেও। শুরু হয় বিশেষ পূজা-অর্চনা৷
এবারও পুরীর মহারাজ সোনার ঝাঁটা দিয়ে পরিস্কার করেন রথের রাস্তা। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা৷ এরপর পুরী গ্র্যান্ড রোড, স্থানীয় ভাষায় বরাদণ্ডা ধরে তিনটি রথ এগিয়ে যায় গুণ্ডিচা মন্দিরের দিকে। রথের রশিতে হাত লাগান লক্ষ লক্ষ মানুষ৷ দেশ-বিদেশের বহু মানুষ যোগ দেন এই উত্সবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর৷ মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। আমদাবাদেও এদিন পালিত হয় রথযাত্রা। এখানকার রথযাত্রা এবার ১৩৯ বছরে পা দিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement