এক্সপ্লোর
Advertisement
নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া, ফের বিমানে চড়তে পারবেন রবীন্দ্র গায়কোয়াড়
নয়াদিল্লি: চপ্পল কাণ্ডে জড়িত শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল এয়ার ইন্ডিয়া। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানে বসার জায়গা পছন্দ না হওয়ায় দিনপনেরো আগে এক বিমান কর্মীকে সর্বসমক্ষে ২৫বার জুতো মারেন গায়কোয়াড়। ঘটনা জানাজানি হওয়ার পরেও তাঁর কোনও হেলদোল হয়নি। উল্টে দাবি করেন, আক্রান্ত কর্মীই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, তাঁকেই তাঁর কাছে ক্ষমা চাইতে হবে।
কিন্তু পুলিশ গায়কোয়াড়কে গ্রেফতার করতে না পারলেও তাঁর বিমানে চড়া বন্ধ হয়ে যায়। ইন্ডিগো, স্পাইসজেট জানিয়ে দেয়, বিশৃঙ্খল ওই যাত্রীকে আর তাদের বিমানে জায়গা দেওয়া হবে না। একই কাজ করে সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়া। বারবার গায়কোয়াড় বিমানে চড়ার চেষ্টা করেছেন, একবারও সফল হননি।
শেষমেষ গতকাল সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার পর অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুর কাছে দুঃখপ্রকাশ করে চিঠি লেখেন তিনি। এরপরই মন্ত্রক থেকে লিখিতভাবে এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়, গায়কোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। বিমান পরিবহন সূত্রে খবর, জাতীয় সংস্থা যখন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, বেসরকারি সংস্থাগুলিও একই পথে হাঁটবে বলে আশা।
যদিও এর আগে আজই গায়কোয়াড়ের টিকিট বুকিং বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া। এই নিয়ে গত ২ সপ্তাহে সপ্তমবার বিমানে চড়ার চেষ্টা করে ব্যর্থ হলেন তিনি।
জানা গিয়েছে, ঠিক হয়েছে, পুলিশ তাদের তদন্ত যেমন চালাচ্ছে, চালিয়ে যাবে। পাশাপাশি সাংসদও কথা দেবেন, ভবিষ্যতে ভদ্র আচরণ করবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement