(Source: ECI/ABP News/ABP Majha)
বাজারে আসছে নতুন ৫ ও ১০ টাকার কয়েন
মুম্বই: বাজারে নতুন ৫ ও ১০ টাকার কয়েন ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই কয়েনগুলি বিশেষ বার্ষিকীকে স্মরণীয় রাখতেই তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, ৫ টাকার কয়েনগুলি এলাহাবাদ হাইকোর্টের ১৫০ বছর পূর্তির স্মারক হিসেবে তৈরি করা হবে।
অন্যদিকে, ১০ টাকার কয়েনগুলি ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া বা জাতীয় সংগ্রহশালার ১২৫ বছর পূর্তি উদযাপনকে মাথায় রেখে তৈরি করা হবে।
আরবিআই-এর এক কর্তা জানান, ৫ টাকার কয়েনের উল্টোপিঠের মাঝের অংশে প্রতিকৃতি রূপে দেখা যাবে এলাহাবাদ হাইকোর্ট বিল্ডিংয়ের সামনের দিকের মূল অংশ একটি বইয়ের মধ্যে থেকে বেরিয়ে আসছে। তার নীচে ইংরেজি হরফে ১৮৬৬-২০১৬ সাল উল্লেখ করা থাকবে।
আবার ১০ টাকার কয়েনের উল্টোপিঠের মাঝের অংশে দেখা যাবে ন্যাশনাল আর্কাইভ বিল্ডিংয়ের প্রতিকৃতি। ওপরে থাকবে ১২৫ বছর পূর্তির লোগো। তবে নতুন কয়েন বাজারে আসলেও, পুরনো কয়েন বৈধ থাকবে বলেও জানিয়েছেন ওই কর্তা।