এক্সপ্লোর
Advertisement
মন্দা কাটিয়ে ফের আগামী কোয়ার্টারে চাকরির বাজার চাঙ্গা হওয়ার ইঙ্গিত, ৫০ শতাংশ বাড়বে নিয়োগ: সূত্র
নয়াদিল্লি: বিশেষজ্ঞ মহলের দাবি চাকরির বাজারে ‘অচ্ছে দিন’ ফের ফিরতে চলেছে। ফের ভারতের চাকরির বাজার নোট বাতিলের ধাক্কা সামলে, সাময়িক মন্দা কাটিয়ে চাঙ্গা হতে চলেছে। বিশেষজ্ঞদের দাবি, আগামী কোয়ার্টারের মধ্যে তার ভাল প্রভাব বুঝতেও পারবে চাকরির বাজার। বিভিন্ন নিয়োগ সংস্থার দাবি, গত নভেম্বর-ডিসেম্বরে যেভাবে ধাক্কা খেয়েছিল চাকরির বাজার, তার তুলনায় আশা করা হচ্ছে আগামী কোয়ার্টারে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে নিয়োগ।
বিভিন্ন নিয়োগ সংস্থা যেমন টিম লিজ সার্ভিস, এবিসি কনসালট্যান্ট, কুইস কর্পোরেশন, অ্যান্টাল ইন্টারন্যাশনাল, পিপিল স্ট্রং এবং দ্য হেড হান্টার-এর পক্ষ থেকে জানানো হয়েছে ফের সমস্ত সেক্টর থেকে নতুন নিয়োগের জন্যে তালিকা পাঠানো হচ্ছে। ব্যাঙ্কিং, কনজিউমার, রিটেল, ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং, সমস্ত সেক্টরেই নোট বাতিলের পর নতুন নিয়োগ বন্ধ ছিল। জানা গিয়েছে ফের তাঁরা নতুন নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা করছে। এপ্রিল-জুন কোয়ার্টারেই সেই প্রভাব পেয়ে যাবে চাকরির বাজার।
নভেম্বর-ডিসেম্বরে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পর অর্থনীতি কোন দিকে ঘুরবে কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু জানুয়ারি থেকেই সেই ট্রেন্ডে পরিবর্তন লক্ষ্য করে বিশেষজ্ঞ মহল।
এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকাবাসীর স্বার্থে ঘোষিত নীতির জন্যে চিন্তার ভাঁজ দেখা যায় ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো সম্প্রতি নতুন ক্ষেত্র যেমন ডিজিটাল ও মোবিলিটি টেকনোলজিতে বিনিয়োগের চেষ্টা করছে। আশা করা হচ্ছে সেক্ষেত্রে এই দুই নয়া সেক্টরে নতুন নিয়োগ হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement