এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কার করছেন, মধ্য ও দীর্ঘকালীন বৃদ্ধির পরিসংখ্যানে তা প্রতিফলিত হবে, বললেন বিশ্বব্যাঙ্ক প্রধান
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কারে হাত দিয়েছেন। এর সুফল দেখা যাবে মধ্য ও দীর্ঘকালীন বৃদ্ধির অঙ্কে। বললেন বিশ্বব্যাঙ্ক প্রধান জিম ইয়ং কিম। বিশ্বব্যাঙ্ক অবশ্য পূর্বাভাস দিয়েছে, এ দেশের জিডিপির হার এ বছর কমে ৭ শতাংশ হতে পারে।
ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের বৈঠকে কিমকে প্রশ্ন করা হয় ভারতের অর্থনীতির বর্তমান শ্লথগতি নিয়ে। জবাবে তিনি বলেন, যেভাবে ভারতে আর্থিক সংস্কার শুরু হয়েছে তা অত্যন্ত অর্থপূর্ণ। যদিও বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ উভয়েই দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেখিয়েছে।
গত সপ্তাহেই বিশ্বব্যাঙ্ক প্রধান বলেন, ভারতে আর্থিক বৃদ্ধিতে যে ধীর গতি দেখা যাচ্ছে তা সাময়িক, মূলত জিএসটির জন্য প্রস্তুতির কারণে। কিন্তু জিএসটির কথা ভারতে আজ থেকে হচ্ছে না, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার বহু আগে থেকে হচ্ছে। জিএসটি ভারতের বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি যদিও সাময়িকভাবে মনে হচ্ছে, উন্নয়ন থমকে গিয়েছে কারণ কোম্পানিগুলি এ সংক্রান্ত যাবতীয় ঝুটঝামেলা মেটার জন্য অপেক্ষা করছে, তারপর বিনিয়োগ করবে তারা।
বর্তমান সরকারের আমলে চালু হওয়া যাবতীয় সংস্কারমূলক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন কিম। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর ব্যবসা নিয়ে দৃষ্টিভঙ্গিই আলাদা। তিনি দ্রুত কাজ করতে চান, ব্যবসা সংক্রান্ত পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার করতে গড়িমসি করেন না। তাঁর নেওয়া পদক্ষেপে বিশ্বব্যাঙ্ক অত্যন্ত সন্তুষ্ট, তাদের আশা, তিনি আরও সংস্কার করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement