এক্সপ্লোর
১৫০০ টাকারও কম দামের ৪জি VoLTE ফিচার ফোন আনতে চলেছে জিও!

নয়াদিল্লি: ট্যারিফ প্ল্যানের পর এবার স্মার্টফোনের বাজারেও বড়সড় চমক আনতে চলেছে রিলায়েন্স জিও। স্বল্পমূল্যের ৪জি ভয়েসওভার এলটিই বা VoLTE ফিচারের ফোন আনতে চলেছে জিও।সঙ্গে থাকবে কোম্পানির নিখরচায় কলের পরিষেবা। জিও-র ট্যারিফ প্ল্যানে টেলিকম ক্ষেত্রে যে আলোড়ন পড়েছিল, এ ধরনের হ্যান্ডসেট আনলে স্মার্টফোনের বাজারেও একই অবস্থা হতে পারে। চলতি অর্থ বর্ষের চলতি ত্রৈমাসিকেই ৯০০ থেকে ১৫০০ টাকা দামের ওই হ্যান্ডসেট মুকেশ আম্বানির টেলিকম সংস্থা বাজারে আনতে পারে বলে অনুমান। জিও-র VoLTE ফিচার ফোনে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা থাকতে পারে। সেই সঙ্গে এতে থাকতে পারে জিও চ্যাট, লাইভ টিভি ও ভিডিও অন ডিমান্ডের মতো অ্যাপ। ওয়াকিবহাল মহলের ধারণা, কোম্পানি এই ফোনের তার ডিজিটাল ওয়ালেট পরিষেবা- জিও মানি ওয়ালেট-এর বিস্তার ঘটানোর পরিকল্পনাও করতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















