এক্সপ্লোর
বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের জন্য ক্ষমা চাইল রিলায়েন্স জিও, পেটিএম

নয়াদিল্লি: অনুমতি না নিয়েই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করার জন্য ক্ষমা চাইল রিলায়েন্স জিও ও পেটিএম। এই ঘটনাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করেছে এই দুই সংস্থা। রাজ্যসভায় লিখিত জবাবে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের রাষ্ট্রপতি সিআর চৌধুরী বলেছেন, বাণিজ্যিক কারণে প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করায় এই দুই সংস্থাকে নোটিস দেওয়া হয়েছিল। তাদের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়। দুটি সংস্থাই ক্ষমা চেয়ে নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে রিলায়েন্স জিও সংস্থা ফোর জি পরিষেবা চালু করার সময় বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে। বিজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় সরকারের জিও ফোর জি পরিষেবাকে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে উৎসর্গ করা হচ্ছে। গত বছরের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করার পর পেটিএমের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়। সেই কারণেই এই দুই সংস্থাকে নোটিস দেওয়া হয়। তবে ক্ষমা চেয়ে নেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলে মনেই সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















