ধূমপানের প্রতিবাদ, রাগে গাড়ি দিয়ে ২ ব্যক্তিকে ‘ধাক্কা’ মদ্যপের, মৃত্যু একজনের
নয়াদিল্লি: ধূমপানে অস্বস্তির জন্য প্রতিবাদ করায় রাগে দুই বাইক-আরোহীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আঘাতে এক বাইক-আরোহীর মৃত্যু।
খবরে প্রকাশ, গুরপ্রীত ও মনিন্দর সিংহ নামে দুই যুবক রাজধানী দিল্লির ফুটপাথে বসবাসকারীদের ওপর একটি তথ্যচিত্রের শ্যুটিং করতে গিয়েছিলেন। পরিবারের দাবি, সফদরজঙ্গ হাসপাতালের কাছে একটি দোকানে যখন নৈশাহার করছিলেন, সেই সময় অভিযুক্ত তাঁদের সামনে এসে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকেন।
অভিযোগ, এর প্রতিবাদ করায় তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি। যুবকদের পরিবারের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। এরপর, যুবকরা সেখান থেকে চলে গেলে, অভিযুক্ত গাড়ি নিয়ে তাঁদের অনুসরণ করেন।
অভিযোগ, এইমসের কাছে গাড়ি দিয়ে যুবকদের মোটরসাইকেলে ধাক্কা মারেন ওই ব্যক্তি। এর পাশাপাশি, একটি অটোরিক্সা ও একটি ট্যাক্সিতেও ধাক্কা মারেন ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় গুরপ্রীত ও মনিন্দরকে এইমসে ভর্তি করা হয়।
এদিন গুরপ্রীত মারা যান। মনিন্দর চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রোহিত কৃষ্ণ মহন্ত। ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য তিনি জামিন পান।
নিহতের পরিবারের দাবি, এটা নিছক দুর্ঘটনা নয়, হত্যার ঘটনা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।