দিল্লি বিমানবন্দরে যাত্রীদের সহায়তায় বসছে রোবট, উদ্যোগ ভিস্তারার
নয়াদিল্লি: দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী-সহায়তায় থাকবে রোবট! এমনই অভিনব পরিষেবা দিতে চলেছে ভিস্তারা। আগামী জুলাই মাস থেকে বিমানবন্দরের লাউঞ্জে দেখা যাবে এই রোবটকে।
ভিস্তারার তরফে জানানো হয়েছে, রোবটটির নাম রাখা হয়েছে ‘রাডা’। এক জায়গায় দাঁড়িয়ে থাকা নয়, নির্দিষ্ট করে দেওয়া পথে লাউঞ্জের মধ্যে যাতায়াত করবে রাডা। গ্রাহক আসলে, প্রথমেই তাঁদের সঙ্গে করমর্দন বা নমস্কার করে অভ্যর্থনা জানাবে।
এরপর, বিমানযাত্রীদের বোর্ডিং পাস স্ক্যান করা থেকে শুরু করে যাবতীয় প্রশ্নের উত্তর যেমন—ফ্লাইট স্টেটাস, গন্তব্যের আবহাওয়া সবকিছু জানাবে। এছাড়া, গেমস ও মাল্টিমিডিয়ার মাধ্যমে ছোট থেকে বড়—সকলকেই মনোরঞ্জনে সক্ষম রাডা।
বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, যৌথভাবে রোবটটির পরিকল্পনা, ডিজাইন ও নির্মাণ করেছে ভিস্তারার নিজস্ব প্রযুক্তিবিদদের টিম এবং দেশের বিভিন্ন প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। চারটি চাকার মাধ্যমে যে কোনও দিকে অনায়াসে যেতে পারে রাডা। পাশাপাশি, তিনটি ক্যামেরার মাধ্যমে সেটি যে কোনও বস্তুকে চিহ্নিত করতে সক্ষম।